সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভিভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে বাহিনীটির সদর দফতরে বিশেষ দরবারে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন - ছবি: সংগৃহীত

জনগণ থেকে বিচ্ছিন্ন করে নয়, বরং জনসম্পৃক্ততা রেখে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে (পিজিআর) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে পিজিআরের সদরদপ্তরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

পিজিআর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মূল দায়িত্ব হচ্ছে ভিভিআইপিদের জন্য সর্বাত্মক, সমন্বিত ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। তবে নিরাপত্তার সঙ্গে সঙ্গে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে নিতে হবে।

রাষ্ট্রপ্রধান বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব একদিকে যেমন গৌরবময়, তেমনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর।

তিনি বলেন, পিজিআরের প্রতিটি সদস্যকে হতে হবে আরও চৌকস ও দক্ষ। যাতে উদ্ভূত যে কোনো পরিস্থিতি তাৎক্ষণিকভাবে দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারেন।

আরো পড়ুন: বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্র বিরোধী ও ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল: ওবায়দুল কাদের

রাষ্ট্রপ্রধান আশা করেন যে, পিজিআর সদস্যরা ‘চেইন অব কমান্ড’র প্রতি সম্পূর্ণ আস্থাশীল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। খবর: বাসস

এম/


রাষ্ট্রপতি দায়িত্ব সাহাবুদ্দিন

খবরটি শেয়ার করুন