শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভিসানীতি প্রসঙ্গ অতিরঞ্জিত : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতির অন্তর্ভুক্তদের তালিকা আমরা পাইনি। তারা যাদের ভিসা দেবে না এমন কোনো নামও আমাদের কাছে আসেনি।ভিসানীতি নিয়ে যা হচ্ছে সেগুলো মনে হয় সবই অতিরঞ্জিত, এগুলো সত্যি ঘটনা নয়।

সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে অনেক পুলিশ কর্মকর্তার বাড়ি আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে কীভাবে দেখছে? এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে এ ধরনের সংবাদ নেই। আমরা শুনেছি, তবে আমাদের কাছে প্রমাণ আসেনি। আমরা তো শুনি সবারই বাড়ি আছে... অনেকেরই আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। শুনছি পুলিশেরও থাকতে পারে। যুক্তরাষ্ট্র তো অনেকের কাছে যাওয়ার জায়গা, বাসস্থানের জায়গা। সেজন্য হয়ত অনেকে গেছেন, বাড়ি করেছেন। সেই দেশের আইন মেনে যদি তারা করতে পারেন, সেখানে আমাদের কিছু বলার নেই।

যুক্তরাষ্ট্রে বাড়ি কিনতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এ অর্থের উৎস কী হতে পারে? জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে তারা জবাব দেবে। সরকার জবাব দেবে না। তারা সেই দেশের সরকারকে জানান দেবে। আমাদের দেশ থেকে অর্থ যদি নিয়ে যায়, তখন আমরা বিষয়টি দেখব।

আরও পড়ুন: সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকে কেন্দ্র করে কী আন্ডারওয়ার্ল্ড সক্রিয় হচ্ছে কি না? এ প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, কারা আন্ডারওয়ার্ল্ড তৈরি করেছিল, বাংলা ভাইয়ের জন্মদাতা কারা, কারা হাত-পায়ের রগ কেটে মেধাবী ছাত্রদের হত্যা করেছিল সেগুলো আপনারা সবাই জানেন। তারা যদি বিশ্বাস করে সে ধরনের ঘটনা ঘটিয়ে এ দেশের সরকারকে বিব্রত করবে, তবে সেটি তাদের ভুল ধারণা। এদেশের সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে চলে। জনগণ যতক্ষণ সরকারের পক্ষে থাকবে, ততক্ষণ এ ধরনের ধ্বংসাত্মক রাজনীতি করে কেউ সুবিধা পাবে না।

একে/


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মার্কিন ভিসানীতি

খবরটি শেয়ার করুন