বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভূমিকম্পের পর চীনকে সহায়তার প্রস্তাব তাইওয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পের পর চীনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। হতাহতের ঘটনায় সমবেদনা ও শোক জানিয়েছেন তিনি।

আরো পড়ুন: মোদির পর এবার এআইর সহায়তায় ভাষণ ইমরান খানের

১৮ই ডিসেম্বর (সোমবার) স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিশিশান কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, চীনকে সহায়তা দিতে আগ্রহী তাইপে। 

চীন ও তাইওয়ানের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। অন্যদিকে তাইওয়ানকে নিজের অঞ্চল দাবি করে চীন। বিরোধের মধ্যেও ভূমিকম্পের জেরে চীনকে সহায়তার প্রস্তাব দিল তাইওয়ান।

তাইওয়ান প্রায়ই ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। চলতি বছরের শুরুর দিকে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের পর তুরস্কে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছিল তাইওয়ান।

ভূমিকম্পের পরই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সবচেয়ে ক্ষতিগ্রস্ত গানসুতে পূর্ণমাত্রায় উদ্ধার তৎপরতা শুরুর নির্দেশ দিয়েছেন।

হাজারো উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধারকাজ করছেন, তবে হিমশীতল তাপমাত্রার কারণে উদ্ধারকারী সদস্যরা পূর্ণমাত্রায় কাজ করতে পারছেন না।

সূত্র: বিবিসি

এইচআ/ আই. কে. জে/ 

চীন ভূমিকম্প তাইওয়ান সহায়তা

খবরটি শেয়ার করুন