শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভৌগোলিক কারণে বাংলাদেশের উপর অনেকের নজর: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুসলিমপ্রধান দেশের একজন নারী হয়ে পাঁচবার দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া অনেক দেশের পছন্দ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ভৌগোলিক কারণে আমাদের দেশের উপর অনেকের নজর আছে বলে জানান তিনি।

শনিবার (১৩ই জানুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র আছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ভৌগোলিক অবস্থার কারণে অনেকের নজর আছে আমাদের উপর। কাজেই এখানে বসে অন্য দেশের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, এয়ার অ্যাটাক চালাবে, সেটা আমি মেনে নেব না। আমরা ছোট হতে পারি। আমরা স্বাধীন-সার্বভৌম দেশ। আমরা স্বাধীনভাবে চলব।

শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচনে চক্রান্ত ছিল আমাকে আসতে দেবে না। তাদের হুকুমের দাস এমন কাউকে বসাবে। তারপর এ দেশটাকে নিয়ে খেলতে পারবে। বাংলাদেশের জনগণ তার ভালো জবাব দিয়েছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সরকার যত দ্রুত কাজ করবে, বিএনপির অন্তরজ্বালা তত বাড়বে। আর এখন বিএনপি নিজেরাই তাদের কার্যালয়ের চাবি হারিয়ে তালা ভাঙার নাটক করেছে।

আরও পড়ুন: রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তড়িঘরি সরকার গঠন করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে এর জবাব দিয়ে সরকারপ্রধান বলেন, তড়িঘরি করার কিছু নাই। সরকারে গেলে কী করব আর বিরোধী দলে গেলে কী করব, তার সবকিছুই চূড়ান্ত করা ছিল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা একদিনও সময় নষ্ট করতে চাই না।

এসময় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নবনিযুক্ত মন্ত্রীদের নির্দেশ দেয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পবিত্র রমজান ঘনিয়ে আসছে, মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। এই মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো উচিত নয়।

এসেকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খবরটি শেয়ার করুন