ছবি: সংগৃহীত
চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু রাশিয়া ও বেলারুশ সফরে গেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন এ দুটি দেশের সাথে পশ্চিমারা বিরোধে লিপ্ত এবং পশ্চিমাদের পক্ষ থেকে দেশ দুটোকে প্রায় একঘরে করে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে তখনই তিনি মিত্র এই দেশ দুটিতে সফরে গেলেন।
এব্যাপারে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানায়, সোমবার (১৪ আগস্ট) ছয়দিনের এ সফর শুরু করেছেন লি শাংফু। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্তর ক্রেনিনের আমন্ত্রণে আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক ১১তম মস্কো সম্মেলনে যোগ দিতে ১৪ থেকে ১৯ আগস্ট রাশিয়া ও বেলারুশ সফর করছেন তিনি।
এব্যাপারে দেশটির মন্ত্রণালয়ের মুখপাত্র কর্ণেল উ কিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, রাশিয়া সফরে আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক ১১তম মস্কো সম্মেলনে বক্তব্য দেবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়া ও অন্যান্য দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
প্রায় ১০০টি দেশ এবং আটটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক ১১তম মস্কো সম্মেলনে অংশ নিচ্ছে।
এমন সময় চীনা প্রতিরক্ষামন্ত্রীর রাশিয়া ও বেলারুশে এ সফর হতে যাচ্ছে, যখন বেইজিং ও মস্কোর মধ্যে শীর্ষ পর্যায়ের সফর ও ফোনালাপের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর শক্তিশালী হচ্ছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের একজন সহযোগী গত জুলাইতে জানান, অক্টোবরে চীন সফরের পরিকল্পনা রয়েছে পুতিনের। এর আগে মার্চে মস্কো সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। দুই দেশের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে বলে ওই সফরে ঘোষণা দিয়েছিলেন তিনি।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন