প্রতীকী ছবি
পুকুর, সাগর, নদীতে মাছ ধরার বিষয়টা শখের। আর শখের এই মাছ ধরা থেকে দিন শেষে টুকটাক যাই পাই আমরা, সেটি নিয়েই সন্তুষ্ট থাকি। তবে এবার যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি আটলান্টিক মহাসাগরে মাছ ধরতে গিয়ে মাছের বদলে পেলেন ১২ কোটি টাকার কোকেনের একটি প্যাকেট।
যুক্তরাষ্ট্রের সেই ব্যক্তির নাম জেন ক্যাস্টর। তিনি ফ্লোরিডার টামপা শহরের মেয়র। গত ২৩ জুলাই অবসর কাটাতে সপরিবার সমুদ্র দর্শনে গিয়েছিলেন জেন ক্যাস্টর। সমুদ্রে নৌকাভ্রমণের এক পর্যায়ে মাছ ধরার শখ জাগে তাঁর। বড়শি ফেলে মাছ ধরতে গিয়ে গেঁথে ফেললেন ৩২ কেজি ওজনের কোকেনের একটি বড় প্যাকেট, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ডলার (বাংলাদেশি প্রায় ১২ কোটি টাকা)।
একপর্যায়ে জেন ক্যাস্টরের পরিবারের এক সদস্য আটলান্টিকের পানিতে কিছু একটা দেখতে পান। তিনি ভেবেছিলেন, পানিতে কোনো কিছুর ছায়া পড়েছে। হয়তো সমুদ্রে ভেসে থাকা কাঠের টুকরার নিচে ছোট ছোট মাছের ঝাঁক থাকতে পারে। কৌতূহলের বশে তাঁরা নৌকাটি নিয়ে সেদিকে এগিয়ে যান। তিনি বলেন, ‘আমরা একেবারে সেটির কাছে পৌঁছে যাই। তখন মনে হলো, এটি কিছু একটার প্যাকেট।’
ক্যাস্টর বলেন, প্যাকেটের ভেতর কোকেন-জাতীয় মাদক ছিল, শুরুতেই তাঁর এমন সন্দেহ হয়েছিল। কারণ, তিন দশকের বেশি সময় তিনি টামপা পুলিশে কাজ করেছেন। এর মধ্যে ছয় বছর পুলিশপ্রধান ছিলেন। অভিজ্ঞতার কারণে তিনি নিশ্চিত হয়েছিলেন, প্যাকেটের ভেতর মাদক আছে। পরে কোকেনের প্যাকেকটি তাঁদের নৌকায় তোলা হয়। প্যাকেটটি শক্ত করে বেঁধে রাখা হয়েছিল। প্লাস্টিক দিয়ে বাঁধা ব্যাগের ভেতর কী আছে, দেখা যাচ্ছিল।
ক্যাস্টর প্যাকেটের ভেতর কোকেন আছে, তা নিশ্চিত হওয়ার পর জায়গাটি স্মার্টওয়াচে সেভ করে রাখেন। এরপর তিনি ব্যাপারটি স্থানীয় পুলিশকে জানান। খবর পেয়ে যুক্তরাষ্ট্রের বর্ডার গার্ড প্যাকেটটি জব্দ করে।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন