সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ১০ মিনিটে চুল হবে তরতাজা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সময়ের অভাবে অনেক কিছু করা হয়ে উঠে না। নিজের যত্নও নেওয়া হয় না। সময় এবং খরচ দুই-ই বাঁচিয়ে চুলকে করে তুলুন তরতাজা। বাড়িতে বসে প্রাকৃতিক উপাদানের সাহায্যে চুলের যত্ন নিলে ম্যাজিকের মতো কাজ হবে।

কেরাটিন ট্রিটমেন্ট না করেও চুল তরতাজা রাখতে করে দেখুন এই ঘরোয়া ট্রিটমেন্টে। মাত্র দুইটি উপাদানে তৈরি প্যাক আপনাকে চুলের সৌন্দর্যে সহায়তা করবে।

প্রথমত একটি কলা লাগবে আর লাগবে ২-৩ টেবিল চামচ টক দই। তাতেই কেল্লা ফতে। দেখবেন নিজেই।

প্রথমে কলা ছাড়িয়ে নিন। তারপর একটি পাত্রে কলা নিয়ে ভালো করে চটকে নিন। আপনি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। এর সঙ্গে পরিমাণ মতো টক দই মিশিয়ে বানান আপনার হেয়ার মাস্ক।

আরও পড়ুন : চুলের যত্নে বিশেষ তেল বানিয়ে নিন ঘরেই

প্রথমে আপনার চুলে হালকা পানি স্প্রে করে নেবেন। স্ক্যাল্পও হালকা করে ভিজিয়ে নিতে ভুলবেন না। এবার চুল কয়েকটি ভাগে ভাগ করে নিন। তারপর একটি ব্রাশের সাহায্য়ে প্রতিটি অংশের চুলে এই হেয়ার মাস্কটি লাগিয়ে নিন। হাত দিয়ে চুলের গোড়ায় লাগান ভালো ভাবে। সাথে মাসাজ করে নিতে ভুলবেন না।  এটা ১০-১৫ মিনিট রাখতে পারেন। তবে হাতে সময় থাকলে আর একটু বেশি সময় রাখলে ক্ষতি নেই।

তবে শ্যাম্পু করতে হবে খুব ভালোভাবে। তা না হলে চুলের গোড়ায় কলা আটকে থাকবে। চাইলে কন্ডিশনার লাগাতে পারেন। নইলে লেবু পানি দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। এটাই কন্ডিশনারের কাজ করবে।

এস/ আই. কে. জে/ 

চুল তরতাজা মাত্র ১০ মিনিট

খবরটি শেয়ার করুন