সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ৩ টাকায় মিলছে একটি কোপ্তা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রিহিত

দিনাজপুরে মাত্র তিন টাকায় বিক্রি হচ্ছে ভোজন রসিকদের পছন্দের কোপ্তা।। শুধু এই দামে কোপ্তা পাওয়া যাবে দিনাজপুর শহরের কসবা-সুন্দরা সড়কের মাঝে খোয়ারের মোড় এলাকায় কয়েকটি ছোট ছোট দোকানে। 

এসব কোপ্তার দোকানে একটিতে প্রতিদিন কমপক্ষে ৩ হাজার পিস বিক্রি হয়। বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জমে এই কোপ্তা বাজার। এখানে কোপ্তার সাথে সালাদ দেওয়া হয় বিনামূল্যে। এসব দোকান থেকে শহরের অনেকে অর্ডার দিয়ে পার্সেল আকারেও কোপ্তা নেন। দোকানগুলোর বেশিরভাগই নিজেরাই পরিচালনা করেন। এই এলাকায় চারটি কোপ্তার দোকান হয়েছে। কোপ্তার দোকান করেই অনেকের সংসারে এনেছেন স্বচ্ছলতা।

মাংসের কাবাব খেতে অনেকেই পছন্দ করেন। আর গরুর মাংস দিয়ে তৈরি করা যায় নানান ধরনের পদ। যার মধ্যে অন্যতম হলো কাবাব। জনপ্রিয় এই বিফ কোপ্তা খেতে অত্যন্ত সুস্বাদু- এমনটাই বললেন কয়েকজন ক্রেতা।

আরো পড়ুন : ঝিনাইদহের জনপ্রিয় ‘ল্যাংচা মিষ্টি’ : কী এর বিশেষত্ব

এ ব্যাপারে সাবিতা কোপ্তা ঘরের মালিক বলেন, বিকালে শুধু কোপ্তা বিক্রির জন্য অতিরিক্ত চারজন লোক কাজ করে। আমি গরুর মাথার মাংস দিয়ে এই কোপ্তা তৈরি করি। গরুর মাথার মাংস এক কেজি ২৫০ টাকা দিয়ে কিনি। এক কেজি মাথার মাংস দিয়ে ১৫০ পিস কোপ্তা তৈরি করি। প্রতিদিন ৩ হাজার পিস কোপ্তা ৩ টাকা দামে বিক্রি করি।

তবে ছুটির দিনে বেশি বিক্রি হয়। আমার এখানে প্রশাসনের অনেক কর্মকর্তাও এই কোপ্তা কিনে নিয়ে যান। আমার এই কোপ্তার কারণে হোটেলের তেহারিসহ চা-কফিও বিক্রি হয়। কোপ্তা বিক্রির পর থেকে আমার সংসারে স্বচ্ছলতা ফিরেছে। তাই আমার মতো অনেকেই এই কোপ্তার দোকান দিয়েছে।

এস/ আই. কে. জে/

মাত্র ৩ টাকা কোপ্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন