সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মালদ্বীপ ম্যাচই জামালদের কাছে 'ফাইনাল'

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

অধিনায়ক জামাল ভূঁইয়া - ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প নেই জামাল ভুইয়াদের। আগামী ২৫ জুন দ্বীপরাষ্ট্রটির সাথে মোকাবেলা করবে লাল সবুজের জার্সিধারীরা। অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে এই ম্যাচ এক রকম 'ফাইনাল'।

লেবাননের বিপক্ষে ম্যাচ হারায় ডিফেন্ডার তারিক কাজী ও ইসা ফয়সালের ভুলকে দায়ী করছেন ফুটবলসংশ্লিষ্টরা। তবে আজকের অনুশীলনে দুজনেই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। অনুশীলন শেষেও বারবার একই ভুলের কারণ জানতে চান সাংবাদিকরা।

কিন্তু লেবানন ম্যাচ ভুলে এখন মালদ্বীপের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচেই সব মনোযোগ জামালের, 'লেবানন ম্যাচে আমরা ভালো করেছি; কিন্তু যেটা হয় সেই ইতিহাস আবারও ফিরে এসেছে। এখন যে অবস্থা আছে, তা ভুলে যেতে হবে। ফোকাস হলো মালদ্বীপ ম্যাচ। টুর্নামেন্টের আগে সবাই বলেছি এটা ফাইনাল ম্যাচ। এখন আমরা মালদ্বীপ ম্যাচে মনোযোগ রাখছি।'

আরো পড়ুন: নিজ হাতে মক্কায় মেঝে পরিষ্কার করলেন মোহাম্মদ রিজওয়ান (ভিডিও)

সতীর্থরা ভুল করলেও অভিযোগের আঙুল তুলছেন না জামাল। এই দুঃসময়ে দলকে ঐক্যের সুঁতোয় বেঁধে রাখছেন অধিনায়ক। তিনি বলেন, 'লেবানন ম্যাচে আমরা সুযোগ তৈরি করেছি। শুধু যে ফরোয়ার্ডরা গোল করবে এমন না, সবাই গোল করতে পারে। এখানে স্ট্রাইকারের দোষ দিলে লাভ নেই। আমরা একসাথে হারব, এক সাথে জিতব।'

জামালের সঙ্গে একমত দলের অন্যতম সিনিয়র ফুটবলার সোহেল রানা, 'টুর্নামেন্টে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে আমাদের পয়েন্ট পেতেই হবে। আমরা কাউকে দোষারোপ বা দায়ী করছি না। সবাই আগের ম্যাচ ভুলে এখন সামনের জন্য প্রস্তুত হচ্ছি।'

এম/


Important Urgent

খবরটি শেয়ার করুন