শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরি

দলের সবাই যখন হাল ছেড়ে দেয়, তখনও জয়ের চিন্তায় থাকে মেহেদি হাসান মিরাজ। এক সময়ে বাংলাদেশ দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এমনটিই বলেছিলেন মিরাজকে নিয়ে। এর আগেও চাপের মুখে দলকে সামলে রেখেছেন তিনি। এবার এশিয়া কাপের মঞ্চে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিয়েছেন আস্থার প্রতিদান টাইগার স্পিন অলরাউন্ডার।

রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ওপেনিংয়ে ব্যাটিংয়ের সুযোগ পান মিরাজ। আর উপরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েই মিরাজ পেয়েছেন অনবদ্য এক সেঞ্চুরির দেখা। তিন অঙ্কের এই ম্যাজিক ফিগারে পৌঁছাতে খেলেছেন ১১৫ বল।

এদিকে নাজমুল হোসেন শান্ত, যে কিনা সামাজিক যোগাযোগমাধ্যমে লম্বা একটা সময় নিন্দার পাত্রতে পরিণত হয়েছিলেন খারাপ পার্ফরম্যান্সের কারণে। সেই নিন্দা থেকে শক্তি নিয়ে দিনে দিনে নিজেকে আরও পোক্ত করেছেন তিনি। বাংলাদেশের টপ অর্ডারে নির্ভরতার প্রতীক তিনিই। আগের ম্যাচেও বাকি সবার ব্যর্থতার মাঝে উজ্জ্বল ছিলেন তিনি। সেবার থেমেছেন ৮৯ রানে। 

তবে আক্ষেপ মিটিয়ে আজ সেঞ্চুরিই করলেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে লাহোরে খেললেন নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। ব্যাট হাতে মিরাজের শতকের পরেই শান্তও পেয়েছেন তিন অঙ্কের দেখা। ১০১ বলে এসেছে তার দুর্দান্ত সেঞ্চুরি। 

শুরুতে নাঈম শেখের সঙ্গে গড়েছেন ৬০ রানের জুটি। গত সাত ম্যাচ পর এটিই ছিল বাংলাদেশের পঞ্চাশ পেরুনো জুটি। সেইসঙ্গে আফগানদের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটিও এটিই। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে মিরাজের জুটিও গড়েছে রেকর্ড। মিরাজের সঙ্গী শান্তুও ছিলেন সেঞ্চুরির কক্ষপথে। তবে আঙুলের চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। মিরাজের সঙ্গে শান্তর জুটি থেমেছে ১৯৪ রানে। বাংলাদেশের হয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি। 

আফগানিস্তানের বিপক্ষে মিরাজের সাফল্য এবারই প্রথম না। এর আগে ২০২২ সালে এই দলের বিপক্ষেই তিনি খেলেছেন ৮১ রানের ইনিংস। সেই ম্যাচে হারতে থাকা বাংলাদেশকে জয় এনে দেন মিরাজ এবং আফিফ। এছাড়া চলতি বছরের ওয়ানডে সিরিজেও মিরাজ খেলেছেন মান বাঁচানো ইনিংস। মুশফিকের সঙ্গে গড়েছিলেন ৮৭ রানের জুটি। বাংলাদেশ-আফগান লড়াইতে এটিও আছে সর্বোচ্চ জুটির তালিকায়।

এসকে/ আই.কে.জে

আফগানিস্তান সেঞ্চুরি তামিম ইকবাল মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত

খবরটি শেয়ার করুন