সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রে পারিবারিক ব্যয় ৮০ হাজার টাকা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মার্কিন মুদ্রাস্ফীতি দেশটির মানুষের পারিবারিক ব্যয়ের উপর দ্রুত প্রভাব বিস্তার করছে। মুডিস অ্যানালিটিকস এর এক গবেষণায় দেখা গেছে, দুই বছর আগে একটি পরিবারের ব্যয় যা ছিল একই নিত্যপণ্যে দুই বছরে তা ৭০৯ মার্কিন ডলার (প্রায় ৮০ হাজার টাকা) বৃদ্ধি পেয়েছে। 

শুক্রবার (১১ই আগস্ট) সিএনএন এর এক প্রতিবেদনে মুডিস অ্যানালিটিকস এর একটি গবেষণার বরাতে এসব তথ্য উঠে এসেছে।

সিএনএন এর ঐ প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশটিতে দ্রবমূল্যের দাম কমলেও পারিবারিক ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পায়নি। দেশটির ভোক্তাদের উপর উচ্চ মূল্যস্ফীতির কতটা সামগ্রিক প্রভাব পড়েছে তা এ গবেষণা থেকে বোঝা যায়। 

এব্যাপারে মুডিস অ্যানালিটিকস এর প্রধান অর্থনীতিবিদ মার্ক জেন্ডি সিএনএনকে বলেন, গত ২ বছরের উচ্চ মূল্যস্ফীতি অনেক ক্ষতি করেছে। পারিবারিক ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে আবাসন খাতে। এছাড়া মুদি দোকানে পণ্য ক্রয়, যানবাহন রক্ষণাবেক্ষণ ও বীমাকরণ এবং বিনোদনমূলক সেবায় উল্লেখযোগ্য হারে ব্যয় বেড়েছে। 

এছাড়া তিনি আরো বলেন, মূলস্ফীতি উল্লেখযোগ্য হারে বাড়লেও প্রকৃত আয় তেমন বাড়েনি। ২০১৯ সালে মানুষেরা যা আয় করতো এখনো তেমনি আয় করছে। 

তবে খুশির খবর যে, যুক্তরাষ্ট্রে এখন মজুরি বাড়তে শুরু করেছে। জিনিসপত্রের ভোক্তামূল্যও উল্লেখযোগ্যহারে হ্রাস পেতে শুরু করেছে। দেশটির ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়িয়েছে বলেই এমনটা হচ্ছে। 

এম.এস.এইচ/

যুক্তরাষ্ট্র মুদ্রাস্ফীতি

খবরটি শেয়ার করুন