বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল *** এক যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের *** সন্ত্রাসবিরোধী আইনকে সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: প্রথম আলো *** একুশের বইমেলা ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু *** তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি *** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি

মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

আবারো নিজের চেনা ভূমিকায় লিওনেল মেসি। এক ম্যাচ পর জয়ে ফিরল তার দল ইন্টার মায়ামি। লিগ ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসিকে উড়িয়ে দেওয়া ম্যাচে দুই গোলে অবদান রাখলেন আর্জেন্টাইন তারকা।

বাংলাদেশ সময় সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে লস অ্যাঞ্জেলসের মাঠ বিএমও স্টেডিয়ামে গোল পাননি মেসি। তবে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা দলটির বিপক্ষে  ৩-১ ব্যবধানের জয়ে দুটি গোলের উৎস ছিলেন তিনিই।

মায়ামিতে আসার পর প্রথমবারের মতো আগের লিগ ম্যাচে গোল করা বা করানোয় কোনো ভূমিকা রাখতে পারেননি মেসি। ন্যাশভিলের বিপক্ষে দলও জিততে পারেনি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এদিন ম্যাচের ১৪তম মিনিটে ডান প্রান্ত থেকে সতীর্থের লম্বা পাস পেয়ে ফাকুনদো ফারিয়াস মায়ামিকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডি বক্সের সামনে মেসির পায়ে বল থাকায় ডিফেন্ডারদের সব নজর আসে তার দিকেই। ডান প্রান্ত দিয়ে যে জর্দি আলবা ঢুকে গেছেন তা ঠিকই জানা মেসির। ফাঁকায় তার পাস পেয়ে গোলরক্ষকে ফাঁকি দিতে খুব বেশি বেগ পেতে হয়নি আলবার।

ম্যাচের ৮৩তম মিনিটে দেখা মেলে মেসির দুর্দান্ত ঝলক। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গোলটা নিজেও করতে পারতেন মেসি। কিস্তু আরও নিশ্চিত করতে ডান প্রান্তে লিওনার্দো কাম্পানাকে এগিয়ে দেন রেকর্ড সাতবারের বর্ষসেরা ফুটবলার। আড়াআড়ি শটে সহজেই ব্যবধান ৩-০ করে দেন একুয়েডর ফরোয়ার্ড।

মায়ামির হয়ে মেসির এটি ১১তম ম্যাচ। গোলও তার সমান ১১টি। পাশাপাশি গোলে সরাসরি অবদান রাখলেন ৫বার।

লিগে ২৫ ম্যাচে মায়ামির এটি সপ্তম জয়। ২৫ পয়েন্ট নিয়ে তারা ১৫ দলের তালিকায় ১৪ নম্বরে।

মেসির ছোঁয়ায় যেন বদলে গেছে মায়ামি। বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবলও। মেসির ম্যাচের টিকেটের মূল্য বেড়ে গেছে প্রায় ৫৫০ শতাংশ। তার নৈপূণ্যেই লিগস কাপ জয়ের মাধ্যমে প্রথম কোনো শিরোপার স্বাদ পায় মায়ামি। ইউ এস ওপেনর কাপের ফাইনালে ওঠায় আরও একটি শিরোপার খুব কাছে ফ্লোরিডার দলটি।

ওআ/

মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250