সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

মেসির সমর্থনে ভিডিও কলে একত্রিত হলেন নেইমার–সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৪ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া সৌদি ভ্রমণে যাওয়ার জন্য পরে অবশ্য ক্লাব আর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ক্ষমা চেয়েও পিএসজির সমর্থকদের মন জিততে পারলেন কই মেসি! গতকাল রাতে অ্যাজাকসিওর বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচে যখনই মেসির পায়ে বল গেছে, দুয়ো দিয়েছে তারা। পিএসজির সমর্থকদের কাছ থেকে মেসির দুয়ো শোনার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও পিএসজির সমর্থকেরা দুয়ো দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে।

এমন এক রাতে মেসিকে সমর্থন জোগাতে গ্যালারিতে ছিলেন পিএসজির আরেক তারকা নেইমার। চোটের কারণে মাঠের বাইরে থাকা পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মেসিকে সমর্থন দিতে গ্যালারিতে বসে ফোনে যুক্ত করেছেন তাঁদের আরেক বন্ধু লুইস সুয়ারেজকেও।

মেসি যখন মাঠে খেলছিলেন, তখন নেইমার ও সুয়ারেজ নিজেদের মাঝে ভিডিও কলে কথা বলেছেন। পরে নিজেদের কথোপকথনের স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নেইমার। যেখানে ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘একসঙ্গে আমাদের বন্ধু লিওনেল মেসিকে দেখছি।’

পরে নেইমারের সেই পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুয়ারেজ। স্প্যানিশ ভাষায় সুয়ারেজ যা লিখেছেন, সেটার বাংলা করলে অর্থ দাঁড়ায় এ রকম, ‘আমি সব সময় গ্রেটদের সম্মান করি।’ তাঁর এই মন্তব্যের ইঙ্গিতটা স্পষ্ট—মেসি ফুটবল–বিশ্বে কতটা শ্রদ্ধার পাত্র, সেটাই পিএসজির সমর্থকদের মনে করিয়ে দিতে চাইলেন বার্সেলোনার সাবেক তারকা।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৪ মে ২০২৩)
 

এর আগেও মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছিলেন সুয়ারেজ। যেখানে বার্সায় থাকাকালে মেসির সঙ্গে নিজের গোল উদ্যাপনের ছবি দিয়ে সুয়ারেজ লিখেছিলেন, ‘ফেরা’। অনেকের ধারণা, এই পোস্ট দিয়ে সুয়ারেজ মেসিকে বার্সায় ফেরার কথাই বলেছিলেন।

এম/

 

নেইমার সুয়ারেজ মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন