মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েরা আসলে কিসে আটকায়— উত্তর দিলেন ফারিয়া ও সাবা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরির বিচ্ছেদ দিয়ে সম্ভবত বাংলাদেশের নেটিজেনরা বেশি মাথা ঘামাচ্ছেন! সমাজমাধ্যমের পাতায় দিচ্ছেন নানারকম পোস্ট। সেসবের মধ্যে একটি লেখা ছড়িয়ে পড়েছে সবখানে।

ভাইরাল হওয়া সেই পোস্টটি হলো—‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ূন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা হৃতিক রোশনের স্মার্টনেসে— কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কীসে আটকায়?’

ট্রেন্ডিংয়ে থাকা এই প্রশ্নের উত্তর দিয়েছেন নুসরাত ফারিয়া। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধুমাত্র ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না।’

অন্যদিকে ইদানিং পুরুষতান্ত্রিকতার কট্টর সমালোচক হয়ে ওঠা সোহানা সাবা লিখেছেন, “মেয়েরা আসলে কিসে আটকায় জানেন? না জেনে থাকলে শোনেন, ছেলে হোক আর মেয়ে শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করবেন না; খুব ক্ষ্যাত এসব আলোচনা।

যাকে ভালোবাসেন, তাকে শুধু নিস্বার্থের মতো ভালোবেসে যান। তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না। আর তারপরেও যদি ‘সে’ চলে যায় তাহলে বুঝে নেবেন, সে কোনোদিন আপনার ছিলই না। তাকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলে যাওয়াটা ভালো। কারণ ‘রাইট পার্সন’ আপনার জীবনে প্রবেশ করার জন্য ‘রাইট টাইম’ আর ‘ভ্যাকেন্সি’র জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছে।”

আরো পড়ুন: গোপন বিয়ে নিয়ে সব খোলসা করলেন রাশমিকা

এই প্রসঙ্গে তিনি নিজের অভিনীত সিনেমার কথাও টানলেন। সাবা লিখলেন, “আমাদের সিনেমা হলের দর্শকরা কিসে আটকায়? শাকিব খানে আটকায়, সিনেমার হিট গানে আটকায়, ভালো গল্পে আটকায়, ভালো সিনেমায় আটকায় অথবা ‘পাবলিসিটি স্টান্ট’-এ আটকায়।

আমার অভিনীত সিনেমা ‘অসম্ভব’-এ তো শাকিব খান নাই। কিন্তু পরিচালক অরুণা বিশ্বাস আছেন, একটা ভালো গল্প আছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, সুন্দর গান আছে, দেশের কথা-পরিবারের কথা-যাত্রার কথা আছে, সুন্দর লোকেশন আছে, শীতের রাতে আমার বৃষ্টিতে ভেজার গল্প আছে, অগণিত গুণী শিল্পীর সেরাটা দেওয়ার চেষ্টা আছে। এবার আমি সত্যিই আশাবাদী, দর্শকরা সিনেমা হলে আসলে আটকে পড়বেই পড়বে।”

অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘অসম্ভব’ সিনেমায় অভিভনয় করেছেন সোহানা সাবা। আগামী ২০ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসি/ আইকেজে 

ফারিয়া সাবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250