সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মোদীর যুক্তরাষ্ট্র সফরের পর ভারতে বড় বিনিয়োগের ঘোষণা অ্যামাজন, গোগল, মাইক্রোসফটের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর তিনটি বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানি ভার‍তে বড় বিনিয়োগের জন্য প্রতিশ্রুতি প্রদান করেছে। জানা যায় এ তিনটি কোম্পানি হল অ্যামাজন, গোগল এবং মাইক্রোসফট। ভারতে প্রযুক্তিগত সহযোগিতার ঘোষণা দিয়ে এ তিন কোম্পানি বড় মাপের বিনিয়োগ প্রদানে সম্মত হয়েছে।

অ্যামাজন আগামী সাত বছরে ভারতে অতিরিক্ত ১৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে, যার ফলে ভারতের ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ এসে দাঁড়াবে ২৬০ কোটি মার্কিন ডলারে। অন্যদিকে গুগল ঘোষণা করেছে, এটি ভারতের গুজরাটে তার গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খুলবে।

মাইক্রোসফট চেয়ারম্যান এবং সিইও সত্য নাদেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকে ভারতীয়দের জীবন উন্নত করতে সহায়তার জন্য প্রযুক্তির শক্তি, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করেন। 

মাইক্রোসফট গত মাসে ভারতে সরকারি সহায়তার উদ্দেশ্যে মোবাইল ডিভাইসে একটি নতুন জেনারেটিভ এআই-চালিত চ্যাটবট যুগলবন্দি চালু করেছে। এটি অডিও বা টাইপ করা একাধিক ভাষার প্রশ্ন বুঝতে পারে। বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে তা তথ্য সন্ধানকারীর নিজস্ব ভাষায় প্রেরণ করতে পারে। 

গুগলের সিইও সুন্দর পিচাই জানান গুগল ইতিমধ্যে ভারতের ডিজিটালাইজেশন তহবিলে ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে।

অ্যামাজনের সিইও এন্ডি জ্যাসি মোদীর সাথে ভারতের ব্যবসাবাণিজ্য, চাকরি, রপ্তানি ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলেন।

তিনি জানান, অ্যামাজন ১০০ লাখ ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে সাহায্য করার জন্য সম্মত হয়েছে। সে পরিপ্রেক্ষিতে এ কোম্পানি ২০২৫ সালের মধ্যে ভারতে ২০ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করবে। ইতিমধ্যে অ্যামাজন ইন্ডিয়া প্রকল্প ৬২ লাখ ছোট ব্যবসাকে সাহায্য করেছে, যার ফলে ১৩ লাখ প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। 

মার্কিন সফরের শেষ দিনে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক প্রোগ্রামে সেমিকন্ডাক্টর, ম্যানুফ্যাকচারিং, স্পেস এবং স্টার্ট-আপ সহ বিভিন্ন ক্ষেত্রের শিল্পের কর্ণধারদের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী আর্থ-সামাজিক বৃদ্ধির জন্য ভারত-মার্কিন প্রযুক্তি সহযোগিতাকে কাজে লাগানোর অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে ভারতের প্রতিভাবান যুবকদের অবদানেরও প্রশংসা করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপলের টিম কুক, ফ্ল্যাক্সের সিইও রেবতী অদ্বৈথি, ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান, এফএমসি কর্পোরেশনের প্রেসিডেন্ট এবং সিইও মার্ক ডগলাস, মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা এবং গুগলের সুন্দর পিচাই।

মোদীর মার্কিন সফরের আগে ঘোষণা আসে মাইক্রোন টেকনোলজি ভারতের সেমিকন্ডাক্টর মিশনের সাথে গুজরাটে ২৭.৫ কোটি ডলার ব্যয়ে একটি সেমিকন্ডাক্টর সমাবেশ এবং পরীক্ষার সুবিধা তুলে ধরবে।

মহাকাশ সেক্টরে, ভারত মহাকাশ অনুসন্ধানের জন্য আর্টেমিস চুক্তি স্বাক্ষর করেছে। এই বছরের শেষ নাগাদ, নাসা এবং ইসরো মানুষের মহাকাশযান সহযোগিতার জন্য একটি কৌশলগত কাঠামো তৈরি করতে চলেছে।

তাছাড়া গত মঙ্গলবার নিউইয়র্কে স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী মোদী।

আই. কে. জে/


Important Urgent

খবরটি শেয়ার করুন