বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল *** জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে ১৫ই অক্টোবর *** ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া দণ্ডও বাতিল হবে, অধ্যাদেশ সংশোধন হচ্ছে *** গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতিকে সহায়তা তারেক রহমানের *** জিম্মি উদ্ধারের পর ‘হামাসকে ধ্বংস করতেই হবে’, শঙ্কায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ *** টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় *** ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই *** অভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৫ বাংলাদেশি ‘শিগগির’ দেশে ফিরবেন, আশা অন্তর্বর্তী সরকারের *** দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত রুখে দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: তারেক রহমান

ময়লার মধ্যে পাওয়া গেল ৯ কোটি টাকার আংটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

ফ্রান্সের প্যারিসের বিলাসবহুল রিত্জ হোটেলের একটি কক্ষ থেকে হারিয়ে যাওয়া প্রায় ৯ কোটি টাকা (৭৫ লাখ ইউরো) মূল্যের একটি আংটি মিলেছে ময়লার মধ্যে।

মালয়েশিয়ার একজন ব্যবসায়ী নারী ফ্রান্সের প্যারিসে বেড়াতে গিয়ে রিত্জ হোটেলের কক্ষ থেকে ওই আংটিটি হারিয়ে ফেলেছিলেন।

গত শুক্রবার ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন, কেনাকাটার জন্য তিনি বাইরে বের হয়েছিলেন। ফিরে এসে প্রিয় আংটি আর টেবিলের ওপর দেখতে পাননি।

তাঁর ধারণা, হোটেলের কোনো কর্মচারী আংটি চুরি করেছেন।

তবে দুই দিন খোঁজার পর হোটেলের ভ্যাকুয়াম ক্লিনারে ওই আংটিটি পাওয়া গেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ময়লার মধ্যে গত রবিবার আংটিটি খুঁজে পেয়েছেন হোটেলের নিরাপত্তাকর্মীরা।

গত শুক্রবারই ওই নারী লন্ডন সফরে গেছেন। আংটি খুঁজে পাওয়ার খবর তাঁকে জানানো হয়েছে। তিনি আংটি বুঝে  নিতে প্যারিসে যাবেন। 

রিত্জ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষতিপূরণ হিসেবে ওই মালয়েশিয়ান নারীকে তিন রাত বিনা মূল্যে হোটেলে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও প্রস্তাবে তিনি রাজি হবেন না বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ জানিয়ে হোটেল কর্তৃপক্ষ বিবৃতিও দিয়েছে। তাতে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে আংটিটি পাওয়া গেছে। আংটিটি খুঁজে বের করতে নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে রিত্জ হোটেলের কর্মীরা কাজ করেছেন। সবাইকে ধন্যবাদ।

মালিকের হাতে আংটিটি পৌঁছানোর আগ পর্যন্ত তা পুলিশের হেফাজতে থাকছে।

রিত্জ হোটেল থেকে অবশ্য এর আগেও গয়না হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ২০১৮ সালে ওই হোটেলের ভেতরের একটি গয়নার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। একই বছর সৌদি আরবের রাজপরিবারের এক সদস্যের বহুমূল্যের গয়না চুরি হয়েছিল ওই হোটেলেরই একটি কক্ষ থেকে।

সূত্র : বিবিসি

ওআ/



আংটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250