রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যেসব শাকে শরীর থেকে ঝরবে মেদ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গুটি গুটি পায়ে শীত প্রায় চলে এসেছে। বাজারে গেলেই দেখা মিলবে নানান পদের শাক। শাকে প্রচুর ইনসল্যুবল ফাইবার আছে। তাই মেটাবলিজমের হার বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে। কথায় বলে, শাকান্ন খেয়েই দিন কাটে দরিদ্র মানুষের। ফাইটোনিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর শাকে ক্যালরি খুবই কম। তাই ডায়েটিং করলে খেতেই হবে শাক।

সর্ষে শাক


সর্ষে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ডি, বি-১২ আছে। আরও আছে আয়রন, ক্যালসিয়াম। ওজন কমাতে কার্যকর এই শাক। 

পালং শাক


শীতে খুব জনপ্রিয় পালং শাক। প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেটে পূর্ণ এই শাক সাহায্য করে ওজন কমাতে।

পুঁইশাক 


আলু, কুমড়ো থেকে কুচো চিংড়ি-একাধিক কম্বিনেশনে পুঁইশাক অনবদ্য। ভিটামিন এ, ফাইবারে ভরা এই শাক পরিপাক ক্রিয়া ঠিক রাখে। ক্যালরিমুক্ত এই শাক ওজন কমাতেও সাহায্য করে।

আরো পড়ুন : কফি কি সত্যিই ওজন কমাবে? কী বলছেন বিজ্ঞানীরা

বেতো শাক


বেতো শাক বাজারে একটু খুঁজলেই পাবেন। লো ক্যালরি এই শাকে প্রচুর ফাইবার। ওজন কমাতে বেতো শাক খুবই উপকারী।

লাল শাক


লাল শাকে আছে ভিটামিন এ, সি, আয়রন, ম্যাগনেসিয়াম। এই শাকের ফাইবার দীর্ঘ ক্ষণ পূর্ণ রাখে পেট। তাই ঘন ঘন খিদে পায় না। ওজন কমাতে ডায়েটে নিয়মিত রাখুন এই শাক।

শাক খুব ভাল করে কুচিয়ে কুটে নিন, তাহলে ওয়াটার সল্যুবল পুষ্টিগুণ বজায় থাকবে। রান্নার আগে ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে ভাল করে শাক ধুয়ে নিন। তাহলে শাক থেকে ব্যাকটেরিয়া, ধুলোবালি দূর হবে।

সূএ : নিউজ এইটিন

এস/ আই.কে.জে/

ওজন শাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন