বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

যৌন নিপীড়ন মামলায় জিতলেন প্রভাবশালী জাপানী নারী রিনা গনোই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নারী সহকর্মীকে যৌন নিপীড়ন করায় দোষী সাব্যস্ত হয়েছেন জাপানের সাবেক তিন সেনা সদস্য। গত মঙ্গলবার ফুকুশিমার একটি আদালত তার রায়ে অভিযুক্তদের দুই বছরের বহিষ্কারাদেশ দেন। অভিযুক্ত সাবেক তিন সেনা হলেন, শুতারো শিবুয়া, আকিতো সেকিন ও ইয়োসুকে কিমেজাওয়া।  

জুনে জাপান যৌন অপরাধ সংক্রান্ত আইন সংশোধন করে, যার মধ্যে ধর্ষণের সংজ্ঞা পুনর্নির্ধারণ এবং সম্মতির বয়স বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। আইন সংশোধনের পর জাপানে যৌন নিপীড়নের বিষয়ে এটিই প্রথম বড় কোনো রায়।

জানা যায়, রিনা গনোই যখন জাপানের সেনাবাহিনী, গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সে (জিএসডিএফ) যোগ দেন তখন তার সব স্বপ্নই নাগালের মধ্যে ছিল। কিন্তু প্রশিক্ষণ শেষ করে ইউনিটে যোগদানের পর প্রায় প্রতিদিন যৌন হয়রানির শিকার হওয়া গনোইয়ের স্বপ্ন ভেঙে যায়। তার সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনা ঊর্ধ্বতনদের কাছে জানানো হলেও কোনো সাক্ষীর সাক্ষ্য না পাওয়ায় তার অভিযোগ খারিজ করা হয়।

আরো পড়ুন: ক্ষুধা পরিস্থিতির আরো অবনতি গাজায়, ইসরায়েলের বিবেক জাগ্রত হবে কি?

শেষ পর্যন্ত গনোই অনুভব করেন তার সেনাবাহিনী ছেড়ে চলে যাওয়া আর বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রকাশ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নিলেও প্রথমে তার পরিবার আর আশপাশের লোকজনের বাধায় চুপ থাকার সিদ্ধান্ত নেন। তবে ২৪ বছর বয়সী রিনা গনোই নামে ওই নারী সেনা ২০২২ সালে ইউটিউবে তার গল্পটি প্রকাশ করলে তা আন্তর্জাতিকভাবে নজর কাড়ে। যদিও এসব ঘটনা প্রকাশ্যে নিয়ে আসায় প্রচণ্ড প্রতিক্রিয়ার সম্মুখীন হন। 

আইনজীবীরা ফুকুশিমা প্রিফেকচারের একটি ইউনিটে দায়িত্ব পালন করার সময় এর যৌন হয়রানির এই  মামলাটি পুনরায় তদন্তে হয়রানি আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ’র) সাবেক সদস্যদের অভিযুক্ত করেন। সন্দেহভাজনদের অভিযুক্ত পাঁচজন এসডিএফ সদস্যের গত বছর এই ঘটনার জন্য বহিস্কার করা হয়েছিল।প্রসিকিউটররা তাদের বিচার না করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০২২ সালের সেপ্টেম্বরের তদন্তের পরে মামলাটি পুনরায় পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। পরে ফুকুশিমার প্রসিকিউটররা তাদের আগের সিদ্ধান্ত ফিরিয়ে দিয়ে গত মার্চ মাসে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনেন। 

উল্লেখ্য, গনোই বিবিসির ২০২৩ সালের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর একজন। তিনি টাইমের হানড্রেড নেক্সট এর ১০০ এর মধ্যেও স্থান পেয়েছেন।  

সূত্র: বিবিসি 

এইচআ/ আই. কে. জে/ 


প্রভাবশালী নারী যৌন নিপীড়ন জাপানী সেনা দোষী সাব্যস্ত আইন সংশোধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250