সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যৌন হয়রানির দায়ে ভিকারুননিসার শিক্ষক সুফিয়ান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫০ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক আবু সুফিয়ানকে বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি গণমাধ্যমকে বলেন, “স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে জরুরি সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।”

গত ২৯ আগস্ট ভিকারুননিসার বসন্ধুরা (দিবা) শাখার নবম শ্রেণির এক ছাত্রীর বাবা, শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দেন।

এতে সেই ছাত্রীর বাবা উল্লেখ করেন, “আমার মেয়ে ভিকারুননিসা স্কুলের বসুন্ধরা শাখার নবম শ্রেণির দিবা শাখার ছাত্রী। ওই শাখার ইংরেজি শিক্ষক আবু সুফিয়ানের কাছে সে প্রাইভেট পড়ত। প্রাইভেট পড়ানোর ফাঁকে ওই শিক্ষক বিভিন্ন সময় মেয়েকে অশালীন এসএমএস পাঠিয়েছে। যেগুলো খুবই আপত্তিকর ও সম্মানহানিকর। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। আমি এ ঘটনার প্রতিকার চাই।”

এদিকে এব্যাপারে অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ান বলেন, “শাখাপ্রধানের সঙ্গে মতবিরোধের কারণে তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।” 

এম.এস.এইচ/ 

শিক্ষক যৌন হয়রানি ভিকারুননিসা

খবরটি শেয়ার করুন