শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জুলাই যোদ্ধাদের’ দাবি মেনে সনদের অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনল কমিশন *** ডাকসু–জাকসু–চাকসুর পর রাকসুতেও শিবিরের জয় *** রাকসুতে ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের জয় *** দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’ *** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা

রপ্তানিকারকদের নিবন্ধন ও নবায়নের মেয়াদ বাড়ল

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্যবসা সহজ করার উদ্দেশ্যে রপ্তানিকারকদের দেওয়া নতুন নিবন্ধন ইস্যু এবং নবায়নের মেয়াদ বাড়িয়েছে সরকার। এতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নিবন্ধন সনদের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট রপ্তানিকারক তার প্রয়োজন অনুযায়ী এক থেকে পাঁচ বছর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। সম্প্রতি ইপিবি এক পরিপত্র জারি করে এ তথ্য জানিয়েছে। পরিপত্রটি এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট সব চেম্বার ও অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।
পরিপত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, রপ্তানিকারককে তার নতুন নিবন্ধন বা নবায়নের আবেদনে নিবন্ধনের মেয়াদ উল্লেখ করতে হবে।

নিবন্ধন সনদ ইস্যু বা নবায়নের তারিখ থেকে গণনা করা হবে। নিবন্ধন নেওয়া রপ্তানিকারকদের মেয়াদ অনুযায়ী নিবন্ধন সনদ ইস্যু বা নবায়ন ফি (প্রযোজ্য হারে ভ্যাট-ট্যাপ) পরিশোধ করতে হবে। ইপিবির বর্তমান বার্ষিক নতুন নিবন্ধন বা নিবন্ধন নবায়ন বা বিলম্ব ফি’র হার অপরিবর্তিত থাকবে। তবে নিবন্ধন ফি’র পরিমাণ কত, তা উল্লেখ করা হয়নি।

আরো পড়ুন: বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.২ শতাংশ : বিশ্বব্যাংক

পরিপত্রে আরও বলা হয়েছে, হালনাগাদ নবায়িত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এ সুবিধা নিতে পারবে। যেসব প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত হালনাগাদ নয়, তাদের নবায়ন হালনাগাদ করার পর এ সেবা নিতে পারবে। হালনাগাদ নিবন্ধন ছাড়া কাউকে ইপিবি থেকে জিএসপি, সিও, সাপটা, সাফটা, আপটা সনদ, আরইঅ্যাপ সংক্রান্ত সেবাসহ অন্যান্য সেবা প্রদান করা হবে না। সব রপ্তানিকারক প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন বা নিবন্ধন নবায়নের জন্য ems.epb.gov.bd-এ ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি আমদানি নিবন্ধন সনদ ও এর নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। আমদানির পর রপ্তানি নিবন্ধনের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হলো।

এসি/আইকেজে 
 

রপ্তানিকারক নিবন্ধন নবায়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250