সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার ভারতীয় দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয়দের সাথে নিয়ে উদযাপন করেছে ৭৭ তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে রাষ্ট্রদূত পবন কাপুর মহাত্মা গান্ধীকে স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। 

তিনি স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের কিছু অংশ পড়েও শোনান। ছাত্র এবং কমিউনিটি অ্যাসোসিয়েশনের সদস্যদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।

কুয়েতেও ভারতের রাষ্ট্রদূত আদর্শ স্বয়িকা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ পাঠ করেন।

ইন্দোনেশিয়ার একটি শহর মেদানে ভারতীয় দূতাবাস ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করে। ভারতীয় বংশোদ্ভূত তামিল সম্প্রদায়ের সদস্যরা বন্দে মাতরম গান পরিবেশন করে।

নেপালে ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর মৃত গোর্খা সৈন্যদের বিধবা স্ত্রী ও নিকটাত্মীয়দের কাছে কোটি টাকা মূল্যের বকেয়া এবং একটি করে কম্বল বিতরণ করেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার ভাষণে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

আর.এইচ

রাশিয়া ভারত

খবরটি শেয়ার করুন