সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ায় রাতভর ড্রোন হামলা চালালো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ইউক্রেনের পশ্চিম সীমান্তবর্তী  রাশিয়ার কুরস্ক অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এ হামলায় দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কুরস্কে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইউক্রেন এ হামলা চালায়। 

এব্যাপারে কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভয়েট জানান, “রবিবার সন্ধ্যায় হামলা চালাতে আসা একটি ড্রোনের ধ্বংসাবশেষ কুরচাটভ শহরের একটি ভবনের ওপর আছড়ে পডে। পরে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আর এরপর সোমবার মধ্যরাতে ওই অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটে।”

এদিকে এ হামলার ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, “সোমবার মধ্যরাত ১টার দিকে ইউক্রেনের পশ্চিম সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ড্রোন হামলা শুরু হয়। মধ্যরাতের পরে রুশ বাহিনী দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করে।”

এম.এস.এইচ/ 

রাশিয়া-ইউক্রেন কুরস্ক

খবরটি শেয়ার করুন