সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ায় শস্যখেতে নামল উড়োজাহাজ, অক্ষত সব আরোহী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ এ-৩২০ সাইবেরিয়ার একটি শস্যখেতে জরুরি অতবরণ করেছে। এটি কৃষ্ণসাগর অবকাশ যাপনকেন্দ্র সোচি থেকে সাইবেরিয়ার ওমস্ক শহরে যাচ্ছিল। এতে আরোহী ছিলেন ১৬৭ জন।

মস্কোর বিমান সংস্থা রোসাভিয়েতসিয়া এক বিবৃতিতে বলেছে, গতকাল মঙ্গলবার সোচি থেকে ওমস্কগামী উরাল এয়ারলাইনসের এ-৩২০ বিমানটি মস্কোর স্থানীয় সময় ৫টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করেছে বলে রুশ তদন্ত কমিটি জানিয়েছে। মস্কোর বিমান সংস্থা বলেছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে উড়োজাহাজটি অবতরণ করে। যাত্রীরা সবাই বেঁচে গেছেন।

আর.এইচ/ আই.কে.জে/

রাশিয়া

খবরটি শেয়ার করুন