রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

রাস্তায় চা বিক্রি করছেন ‘রজনীকান্ত’!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাস্তার পাশে চায়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চা বিক্রি করছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। পরনে হাফ-প্যান্ট ও শার্ট। জমিয়ে গল্প করছেন সবার সঙ্গে। এমন দৃশ্যই দেখা গেছে কেরালা রাজ্যের ফোর্ট কোচির পাত্তলাম রোডে। তবে ‘থালাইভা’ ভক্তদের ঘাবড়ানোর কিছু নেই। ওই ব্যক্তি আদতে রজনীকান্ত নন।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর অনুসারে, চায়ের দোকানে যাকে চা বিক্রি করতে দেখা গেছে তিনি অভিনেতা রজনীকান্ত নন। তবে সুধাকর প্রভু নামের ওই চা বিক্রেতার চেহারার সঙ্গে রজনীকান্তের ভীষণ রকমের মিল। দুজনের চেহারায় এত মিল যে যাঁরা চেনেন না, তাঁরা প্রথমে সুধাকরকে অভিনেতা ভেবে বলে ভুল করেন।

সম্প্রতি থালাইভার আদলের সুধাকর প্রভুর ছবি–ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি। সুপারস্টারের সঙ্গে এই ব্যক্তির মিল চোখে পড়ার মতো। ক্রেতাদের হাতে চায়ের কাপ তুলে দেওয়ার সময় তিনি আবার সংলাপও আওড়ান।

আরো পড়ুন : নায়িকার প্রেমে পড়ে কিডনি দান করতে চান ট্রাক চালক

স্থানীয়দের কাছে তিনি ইতিমধ্যেই পছন্দের হয়ে উঠেছেন। কোচির অনেকের নজরে পড়েন রজনীকান্তের মতো দেখতে ওই ব্যক্তি। তবে মালয়লাম পরিচালক নাদিরশা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সুধাকরের ছবি পোস্ট করতেই ভাইরাল হন তিনি। কদর বাড়তে থাকে চা বিক্রেতা সুধাকরের। এমনকি কেরালার বিভিন্ন অনুষ্ঠানে ডাকও পড়ছে তাঁর।

তবে এবারই প্রথম নয়, রজনীকান্তের মতো হুবহু দেখতে আগেও একজনের খোঁজ পাওয়া যায়। রেহমাত গাসকোরি নামে ওই ব্যক্তি পাকিস্তানের একজন সরকারি কর্মচারী।

এদিকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক রজনীকান্ত এখনও অভিনয়ের চমক দেখিয়ে চলেছেন। ৭২ বছরেও নায়কের চরিত্রে দিব্যি অভিনয় করছেন। সবশেষ মুক্তি পাওয়া তাঁর ‘জেলার’ সিনেমাও তুমুল জনপ্রিয়তা পায়। বর্তমানে রজনীকান্ত ১৭০তম ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। ছবির নাম ‘থালাইভার ১৭০’।

এস/  আই. কে. জে/

রজনীকান্ত চা-বিক্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250