সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রেললাইন অবরোধে ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার রেলযাত্রী।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিবার-পরিজনদের সাথে নিয়ে অনেককে ঘন্টার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায়। 

আরো পড়ুন: রাজধানীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এসময় বিরক্তি প্রকাশ করে আফরোজ চৌধুরী নামে এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, “আমি সকাল সাড়ে ৮টা থেকে বসে আছি। তিতাস কমিউটার ট্রেন সকাল ৯টা ৪৫ মিনিটে আসার কথা। কিন্তু এখন দুপুর ১টার বেশি বাজে। আমরা জানি না কখন ট্রেন আসবে। কী হয়েছে সেটাও জানি না। স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলতে গেলে তারা বলছেন, এটা তাদের বিষয় নয়। মালিবাগে একটি ঝামেলা হয়েছে, সেটি শেষ হলেই ট্রেন ছাড়তে পারে। সবচেয়ে দুঃখজনক বিষয়টি হলো সকাল থেকে এতক্ষণ বসে আছি, অথচ যাত্রীদের উদ্দেশে মাইকে কিছুই জানানো হয়নি।”

জালাল উদ্দিন নামের আরেক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, “আমি আমার বউ-বাচ্চা, মা-বাবাকে নিয়ে বেলা ১১টা থেকে বসে আছি। ট্রেন কখন ছাড়বে কেউ বলতে পারছে না। এভাবে শুয়ে-বসে কতক্ষণ থাকা যায়! যারা দায়িত্বে আছেন তারা কি কিছুই দেখছে না? আমাদের ভোগান্তি বাড়িয়ে কী লাভ হচ্ছে তাদের?”

উল্লেখ্য, শ্রমিকদের অবরোধের কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের একতা এক্সপ্রেস সকাল (১০টা ১০ মিনিট), ঢাকা থেকে তারাকান্দি রুটের একতা এক্সপ্রেস (বেলা ১১ টা), ঢাকা থেকে সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেস (বেলা সোয়া ১১টা), ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটের কিশোরগঞ্জ এক্সপ্রেস (সকাল ১০টা ৪৫ মিনিট) ছেড়ে যায়নি বলে জানা গেছে। 

এম.এস.এইচ/  আই.কে.জে

রেলপথ অবরোধ

খবরটি শেয়ার করুন