রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি!

রেস্টুরেন্টে খেতে গিয়ে খাবারের ছবি পোস্ট করায় বিল হল ৪ লক্ষ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

আমরা অনেকেই খেতে গিয়ে বাহারি সব খাবারের ছবি সমাজমাধ্যমে পোস্ট করি। আর সেটি করতে গিয়েই লক্ষ লক্ষ টাকা খোয়ালেন দক্ষিণ চীনের বাসিন্দা এক তরুণী। বন্ধুদের সঙ্গে নিয়ে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। রেস্তরাঁয় আগে থেকেই টেবিল বুক করা ছিল তাঁদের। রেস্তরাঁয় গিয়ে নির্ধারিত টেবিলে বসে প্রচুর খাবার অর্ডার করেন। নানা ধরনের খাবারে টেবিল ভরে ওঠে। খাবার মুখে তোলার আগে টেবিল ভর্তি খাবারের ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। তারপর বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন।

আরো পড়ুন : ময়লার মধ্যে পাওয়া গেল ৯ কোটি টাকার আংটি

দেদার আড্ডা, গল্পগুজব, খাওয়াদাওয়ার পর ওই তরুণী বিল মেটাতে রেস্তরাঁর কাউন্টারে যান। কিন্তু বিল দেখেই মাথায় আকাশ ভেঙে পড়ে তার। চার জনের খাওয়াদাওয়ায় ৪ লক্ষ টাকা বিল দেখে অ়জ্ঞান হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এত টাকা বিল কেন এসেছে, তা জানার পর আকাশ থেকে পড়া ছাড়া উপায় ছিল না।

ওই তরুণী যে টেবিলে বসেছিলেন, সেখানে আগে থেকেই একটি কিউআর কোড স্ক্যানার রাখা ছিল। প্রত্যেকের টেবিলেই একটি করে এমন স্ক্যানার আছে। স্ক্যানারের মাধ্যমে খাবার অর্ডার করা হয়।

খাবারের ছবি তোলার সময়ে সেটিরও ছবি উঠে যায়। ছবিটা পোস্ট হওয়ার পর অনেকেই ওই তরুণীর নাম করে স্ক্যানারের মাধ্যমে খাবার অর্ডার করে দেন।

পুরো বিষয়টি জানার পর অবশ্য টাকা দিতে অস্বীকার করেন তিনি। কিন্তু রেস্তরাঁ কর্তৃপক্ষ ছাড়ার পাত্র নন। একেবারে দিতে না পারলেও তরুণীকে পুরো টাকাটা কিস্তিতে শোধ দেওয়ার কথা বলা হয়েছে।

এস/ আই. কে. জে/ 


রেস্টুরেন্ট খাবারের ছবি পোস্ট ৪ লক্ষ টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন