শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী *** পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ *** শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী *** শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দী করেছে ইসরায়েল *** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল

রোগহীন দেহ পেতে মেন্যুতে রাখুন `রেইনবো সালাদ`

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রোগহীন দেহ আর সার্বক্ষণিক প্রাণবন্ততার জন্যে প্রতিদিনের খাবারের মেন্যুতে রাখুন 'রেইনবো সালাদ'। ফল ও সবজি রাজ্যে রঙের ছড়াছড়ি; কোনোটা লাল তো কোনোটা নীল, কোনোটা সবুজ আবার কোনোটা হলুদ। রংধনুর প্রায় সবগুলো রঙই আপনি এখানে পাবেন।

রেইনবো সালাদ কী?

রেইনবো সালাদ হলো বিভিন্ন রঙের সবজি ও ফল দিয়ে বানানো সালাদ। রেইনবো বা রংধনুতে যেমন দেখা মেলে ৭ রঙের- আসমানি, সবুজ, হলুদ, বেগুনি, নীল, কমলা ও লাল। রেইনবো সালাদেও তেমনি সন্নিবেশ ঘটে নানা রঙের সবজি ও ফলের।

 রেইনবো সালাদ

 রেইনবো সালাদ তৈরী করতে পারি দু'ভাবে-

১. রঙিন সবজি দিয়ে রেইনবো ভেজিটেবল সালাদ

২. রঙিন ফল দিয়ে রেইনবো ফ্রুট সালাদ।

আরো পড়ুন : বিয়ে মানেই বেনারসি শাড়ি

কেন খাবেন রেইনবো সালাদ?

আগে মনে করা হতো ফাইটোকেমিক্যাল শুধুমাত্র উদ্ভিদের জন্যে প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা বলছেন মানুষের জন্যেও এই উপাদানটি অতীব প্রয়োজন। যার ঘাটতি আমাদের ফেলবে বহুবিধ রোগব্যধির কবলে।

সার্বক্ষণিক সুস্থতার জন্যে পুষ্টিবিজ্ঞানীরা তাই প্রতিদিন রঙিন ফলমূল-শাকসবজি খেতে বলেন। যেহেতু ফাইটোকেমিক্যালের উৎস শুধুই উদ্ভিজ্জ প্রাকৃতিক খাবার, এবং সুস্থ-সতেজ থাকতে আমাদের প্রতিদিন ৭০% জীবিত খাবার খাওয়া দরকার; তাই রেইনবো সালাদ হতে পারে জীবিত খাবারের পাশাপাশি ফাইটোকেমিক্যালের চাহিদা পূরণের একটি দারুণ মাধ্যম।

প্রকৃতিতে ফাইটোকেমিক্যাল আছে হাজারের ওপর। একেক ধরণের রঙিন ফল বা সবজিতে থাকে একেক ধরণের ফাইটোকেমিক্যাল। আর একেক ধরণের ফাইটোকেমিক্যালের রয়েছে একেক ধরণের উপকারিতা।

কাজেই এমনভাবে খাদ্যপরিকল্পনা করুন যেন সব রঙের সবজি ও ফল খাদ্যতালিকায় থাকে। এ-ক্ষেত্রে রেইনবো সালাদ হতে পারে একটি চমৎকার রেসিপি।

কীভাবে বানাবেন?

রেইনবো ভেজিটেবল সালাদ বানাতে কাঁচা খাওয়া যায় এমন বিভিন্ন রঙের সবজি নিন।

বেগুনি- বেগুনি বাঁধাকপি, বেগুনি টমেটো

নীল- নীল বাঁধাকপি, ব্লু বেরি

আকাশী- নীল দুধ মাশরুম বা ব্লু মিল্ক মাশরুম

সবুজ- শসা, সবুজ ক্যাপসিকাম, সবুজ বাঁধাকপি, ব্রোকলি

হলুদ- হলুদ ক্যাপসিকাম, হলুদ টমেটো

কমলা- গাজর

আরো পড়ুন : তীব্র শীতে কম্বলের ভিড়ে টিকে আছে পাহাড়ি ‘বুরগি’

লাল- লাল টমেটো, বিট, লাল ক্যাপসিকাম

সবজিগুলো টুকরো করে নিন। এর সাথে স্বাদের জন্যে পরিমাণমত যোগ করুন টকদই, সস, সরিষা তেল, ধনে পাতা, লেটুস পাতা, পেঁয়াজ ও কাঁচা মরিচ এবং অল্প হিমালয়ান বা পিঙ্ক সল্ট এবং লেবুর রস।

সামর্থ্য ও প্রাপ্যতা অনুসারে উল্লেখিত সবজিগুলোর মধ্য থেকে বেঁছে নিয়ে তৈরি করতে পারেন রেইনবো সালাদ।

যেভাবে খাবেন

প্রতিদিন দুপুরের খাবারের প্রথম পর্ব সারুন রেইনবো ভেজিটেবল সালাদ দিয়ে। দ্বিতীয় পর্বে খান ভাত মাছ মাংস ভর্তা শাক ডাল- অর্থাৎ যা আপনি প্রতিদিনের মেন্যুতে রাখেন। মূল খাবার খাওয়ার পর ডেজার্ট হিসেবে খেতে পারেন রেইনবো ফ্রুট সালাদ।

এভাবে নিয়মিত রেইনবো সালাদ গ্রহণে আপনি থাকবে রোগহীন সজীব ও প্রাণবন্ত; অগ্রসর হবেন সুস্থ কর্মময় দীর্ঘজীবনের দিকে।

এস/ আই. কে. জে/ 

রেইনবো সালাদ`

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250