শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা *** কাশ্মীরের সবচেয়ে আলোচিত বিচ্ছিন্নতাবাদী ছিলেন ভারতীয় গুপ্তচর—বিস্ফোরক দাবি

রোহিতের পর কে হবে অধিনায়ক, জানালেন সৌরভ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৩

#

বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।

মহেন্দ্র সিং ধোনির পর ভারতের ক্রিকেট দলের দিয়েছেন নেতৃত্ব বিরাট কোহলি। বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। এরপর কে হবেন অধিনায়ক?‌ 

সম্প্রতি সব নিয়ে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কথা বলেছেন। তিনি বলেন, আইপিএল নেতাদের আরও পরিণত করে তুলছে। গুজরাটের অধিনায়ক হয়ে গতবারই দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন হার্দিক। 

সৌরভের ভাষ্য, আইপিএল কিন্তু অধিনায়কদের আরও পরিণত করে তুলছে। অধিনায়ক হার্দিককে আইপিএলে দেখেছি। শুধু এই একটা কারণেই ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হিসেবে হার্দিককে দেখা যাচ্ছে। আইপিএল অত্যন্ত কঠিন টুর্নামেন্ট। তাই এখানে ভাল অধিনায়কত্ব একটা মাপকাঠি তৈরি করে দেয়।

আইসিসি টুর্নামেন্টের দল নির্বাচনে আইপিএল কতটা উপযোগী?‌ বিশেষত বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে?‌ এস প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু আইপিএলের পারফরম্যান্স বিচার করেই দল নির্বাচন করাটা ঠিক নয়। টি-২০ দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএল গুরুত্বপূর্ণ। তবে নির্বাচকরাও বিচক্ষণ। সব টুর্নামেন্টের দিকেই তারা নজর রাখেন। 

তিনি আরও জানান, দল নির্বাচনের ক্ষেত্রে কোচ ও অধিনায়কেরও একটা মতামত আছে। যথেষ্ট যোগ্যতম। তারা ঠিকই বুঝবেন, কারা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250