বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

লিওনেল মেসিই ইন্টার মায়ামির অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

লিওনেল মেসি - ছবি: সংগৃহীত

অভিষেক ম্যাচে নেমেছিলেন ৫৪ মিনিটে। তবে এবার হয়তো প্রথম থেকেই লিওনেল মেসিকে মাঠে দেখতে পাবেন ইন্টার মায়ামির সমর্থকেরা। অভিষেক ম্যাচে মাঠে নেমেই অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেছেন, পরের ম্যাচগুলোয়ও যে মেসির হাতে আর্মব্যান্ড থাকবে, সেটা আন্দাজ করা কঠিন কিছু ছিল না।

বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোরে আটলান্টার বিপক্ষে ম্যাচের আগে কোচ জেরার্দো টাটা মার্তিনো সেটাই নিশ্চিত করেন।


লিওনেল মেসি - ছবি: সংগৃহীত

মেসি মায়ামির অধিনায়ক থাকছেন কি না, এই প্রশ্নে মায়ামি কোচ বলেছেন, ‘হ্যাঁ, মেসি সবশেষ ম্যাচেও আমাদের অধিনায়ক ছিল। সম্ভবত মেসি ও সের্হিও বুসকেতস আরও বেশি সময় খেলবে, শুরু থেকেও খেলতে পারে। তবে সবকিছুর তাদের ওপর নির্ভর করে। এটা মাত্র তাদের দ্বিতীয় ম্যাচ।’

মেজর লিগ ফুটবলে নিজের অভিষেক ম্যাচে সব আয়োজনের যোগ্য উপহার দিয়ে দুর্দান্ত এক গোল করেন মেসি। ৯৪ মিনিটে ট্রেডমার্ক ফ্রি কিক থেকে তাঁর করা গোলে জয় পায় ইন্টার মায়ামি। যে জয়ের পর মার্তিনো বলেছিলেন, ‘এটা সিনেমা, যা আমরা আগেও দেখেছি। আপনারা জানেন, এটা তার জন্য সাধারণ ঘটনা। গোলটা দেখতে খুব স্বাভাবিক মনে হলো, কিন্তু তা নয়। আমরা একজন সর্বকালের সেরাকে নিয়ে কথা বলছি।’

গতকালের সংবাদ সম্মেলনেও মেসির সেই গোল নিয়ে একই সুরে কথা বলেছেন মার্তিনো, ‘মেসির মতো ফুটবলারের জন্য এটা সাধারণ ঘটনা। আমরা সাধারণ নয়, এমন অনেক কিছু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছি।’

আরো পড়ুন:প্রাথমিক দলে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ

আটলান্টার বিপক্ষে অভিষেক হতে পারে মেসি–বুসকেতসের সাবেক সতীর্থ জর্দি আলবার। গত সপ্তাহে মায়ামিতে পৌঁছানো এই ফুটবলার খেলতে পারেন অল্প সময়। মায়ামি ৩৪ বছর বয়সী আলবাকে চুক্তিবদ্ধ করার খবর দিয়েছে গত বৃহস্পতিবার। ৩৯ বছর বয়সী আন্দ্রেস ইনিয়েস্তাও মায়ামিতে যোগ দিতে পারেন বলে দলবদলের বাজারে আলোচনা আছে। আলোচনায় আছেন বার্সার সাবেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজও।

এম/


লিওনেল মেসি ইন্টার মায়ামি মেজর লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250