বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড, হতাহতের খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

নিউজিল্যান্ডে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় সাউথ আইল্যান্ডের জেরাল্ডাইন এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের।

দেশটির সরকারি সিসমিক মনিটর জিওনেট জানিয়েছে, ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে ১৪ হাজারের বেশি মানুষ কম্পন অনুভব করেছেন।

জিওনেট জানিয়েছে, ভূমিকম্পটি ছিল এ বছরের সবচেয়ে শক্তিশালী। বুধবার সকাল ৯টা ১৪ মিনিটে এ ভূমিকম্প ঘটে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। এটির তীব্রতা এতটাই বেশি ছিল, উত্তরাঞ্চলের অকল্যান্ডেও এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি সারা হুসেই নামের এক কৃষক স্থানীয় এক টেলিভিশনকে বলেন, এটির তীব্রতা তার মনে পড়া বাকি সব ভূমিকম্প থেকে অনেক বেশি ছিল। তিনি বলেন, শুরুতে আমি এটাকে বজ্রপাত ভেবেছিলাম। এ সময় আমার ঘর কেঁপে উঠেছিল।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি তিমারু অঞ্চলের মেয়র স্কট শানন রেডিও নিউজিল্যান্ডকে বলেন, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে এখনো অনুসন্ধান চলছে।

দেশটিতে এর আগে ২০১১ সালে সাউথ আইল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এতে ১৮৫ জন নিহত এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল।

এসকে/ 

নিউজিল্যান্ড ভূমিকম্প হতাহত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250