বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড, হতাহতের খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

নিউজিল্যান্ডে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় সাউথ আইল্যান্ডের জেরাল্ডাইন এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের।

দেশটির সরকারি সিসমিক মনিটর জিওনেট জানিয়েছে, ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে ১৪ হাজারের বেশি মানুষ কম্পন অনুভব করেছেন।

জিওনেট জানিয়েছে, ভূমিকম্পটি ছিল এ বছরের সবচেয়ে শক্তিশালী। বুধবার সকাল ৯টা ১৪ মিনিটে এ ভূমিকম্প ঘটে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। এটির তীব্রতা এতটাই বেশি ছিল, উত্তরাঞ্চলের অকল্যান্ডেও এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি সারা হুসেই নামের এক কৃষক স্থানীয় এক টেলিভিশনকে বলেন, এটির তীব্রতা তার মনে পড়া বাকি সব ভূমিকম্প থেকে অনেক বেশি ছিল। তিনি বলেন, শুরুতে আমি এটাকে বজ্রপাত ভেবেছিলাম। এ সময় আমার ঘর কেঁপে উঠেছিল।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি তিমারু অঞ্চলের মেয়র স্কট শানন রেডিও নিউজিল্যান্ডকে বলেন, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে এখনো অনুসন্ধান চলছে।

দেশটিতে এর আগে ২০১১ সালে সাউথ আইল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এতে ১৮৫ জন নিহত এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল।

এসকে/ 

নিউজিল্যান্ড ভূমিকম্প হতাহত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন