সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শচীনের সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে জন্মদিন স্মরণীয় করলেন কোহলি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

এই বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে বিরাট কোহলি। রবিবার নিজের ৩৫তম জন্মদিন রাঙালেন সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে। ৪৯তম ওয়ানডে শতকে শচীন টেন্ডুলকারের পাশে বসলেন তিনি। ৪৯তম ওভারে কাগিসো রাবাদার তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন কোহলি। এজন্য খেলেছেন ১১৯ বল। ২৭৭ ইনিংস খেলে ইতিহাসের পাতায় নাম লিখলেন তিনি।

এর আগে ম্যাচের শুরু থেকে কোহলিকে উজ্জীবিত রেখেছিলেন কলকাতার দর্শকরা। ‘হ্যাপি বার্থডে কিং কোহলি’,- ইডেন গার্ডেন্সের গ্যালারি প্রায় সবার হাতেই ভারতের সাবেক অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে প্ল্যাকার্ড। পাওয়ার প্লেতে মাঠে নামতেই গ্যালারি থেকে গর্জন ‘কোহলি, কোহলি’। বিরাট কোহলি মাঠে ঢোকার পর ক্রিজে গার্ড নেওয়ার আগে পর্যন্ত ৭০ হাজারের বেশি দর্শক তাকে দাঁড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রবিবার নিজের ৩৫তম জন্মদিনে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন ডানহাতি ব্যাটার।   

কোহলির এই শুভ দিন উপলক্ষে সাজানো হয়েছিল ইডেন গার্ডেন্স। হাজারো ভক্তরা ১৮ নম্বর ভারতীয় জার্সি পরে মাঠে ঢোকেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এই উপলক্ষ স্মরণীয় করতে বিশেষ আয়োজন করেছিল। আইকনিক মাঠে করা তার প্রতিটি সেঞ্চুরি উদযাপনের পোস্টার লাগানো হয়েছিল। স্টেডিয়ামের বাইরে ভরে গিয়েছিল তারকা ব্যাটারের পোস্টারে। ষষ্ঠ ওভারে শুবমান গিল আউট হওয়ার পর মাঠে নামেন কোহলি। ভারতের মাটিতে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ৬ হাজার ওয়ানডে রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

আই.কে.জে/

বিরাট কোহলি শচীন

খবরটি শেয়ার করুন