রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি! *** মেছো বিড়াল হত্যার অভিযোগে মামলা, গ্রেফতার ২

শনিবার সূর্য অভিযানে যাত্রা শুরু করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

প্রথম ভারতীয় সৌর অভিযানে ‘আদিত্য-এল এক’

চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের পর এবার সৌর অভিযানের যাচ্ছে ভারত। আগামী শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে দেশটির অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করবে সৌর অভিযান ‘আদিত্য-এল এক’। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) নামের একটি রকেট এটিকে বহন করে মহাকাশে নিয়ে যাবে।

ইতোমধ্যে উৎক্ষেপণ উপলক্ষে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইম।   

দেশটির মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও তথা ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের জন্য ‘রকেট, স্যাটেলাইট প্রস্তুত’। সবকিছু ঠিক থাকলে এর গন্তব্যস্থল পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে পৌঁছাতে ১২৫/১২৭ দিন সময় লাগবে। সেখান থেকে সূর্যের ওপর আরও নিবিড় পর্যবেক্ষণ চালানো যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন: এবার সূর্য অভিযানে যাচ্ছে ভারত

‘আদিত্য-এল এক’ হল প্রথম ভারতীয় সৌর অভিযানে মহাকাশ মিশন। মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে ল্যাগ্রন পয়েন্ট ১ (সূর্য ও পৃথিবীর মাঝের একটি কক্ষপথ) এর চারপাশে একটি কক্ষপথে স্থাপন করা হবে। যেখানে উভয় দেহের মহাকর্ষীয় প্রভাব একে অপরের ভারসাম্য বজায় রাখে। 

চাঁদের দক্ষিণ মেরুতে মনুষ্যবিহীন মিশনের অবতরণের দশ দিন পরে, আগামীকাল সূর্য এবং মহাকাশ আবহাওয়ার উপর এর প্রভাব জানার জন্য ভারত প্রথম মহাকাশ মিশন চালু করতে প্রস্তুত। যেহেতু মহাকর্ষীয় শক্তির ভারসাম্য বজায় রাখার কারণে মহাকাশে ল্যাগ্রন পয়েন্ট বস্তুগুলিকে থাকতে দেয়, তাই এটি মহাকাশযানের জ্বালানি খরচ কমিয়ে দেয়।

আরো পড়ুন: ভারতের চন্দ্র অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকায় এক মণিপুরি বিজ্ঞানী

আদিত্য এল-১ তৈরিতে খরচ হয়েছে চন্দ্রযান ৩ এর অর্ধেক। ২০১৯ সালে ভারত সরকার এই অভিযানের জন্য ৩১৯ কোটি রুপি বরাদ্দ দেয়। যদিও ইসরো এখনো এই অভিযানের খরচ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এটি হতে যাচ্ছে সূর্যে ভারতের প্রথম অভিযান।

এসকে/ 







ভারত ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সৌর অভিযান ‘আদিত্য-এল এক’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন