শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

স্প্যানিশ লা লিগা

শিরোপা জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩

#

২৭তম লিগ শিরোপা জয় করে নিলো বার্সেলোনা- ছবি: সংগৃহীত

লা লিগার দৌড়ে নিজেদের কখনোই পিছিযে রাখেনি জাভি হার্নান্দেজের শিষ্যরা। কঠোর সংকল্প আর কঠিন সব লড়াই শেষে সাফল্যের মুখ দেখলো কাতালানরা। স্প্যানিশ লা লিগার ৪ ম্যাচ বাকি থাকতেই ২৭তম লিগ শিরোপা জয় করে নিলো বার্সেলোনা।

২০২১ সালে লিওনেল মেসি চলে যাওয়ার পর এই প্রথম কোনো লিগ শিরোপা ঘরে তুললো বার্সা। রোববার রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলের মাঠে গিয়ে ৪-২ ব্যবধানে ম্যাচ জয় করেই শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠা বার্সা ফুটবলাররা।

জিতলে কোনো প্রকার হিসাব-নিকাশ ছাড়াই লা লিগার শিরোপা যাবে বার্সেলোনার ঘরে— এমন সমীকরণ সামনে রেখে লা লিগায় রোববার রাতে এস্পানিওলের বিপক্ষে মাঠে নেমেছিলেন রবার্ট লেভানডফস্কিরা। মাঠে নামার পর নিজেদের কাজটি ঠিকঠাকই করেছেন জাভির শিষ্যরা।  পেদ্রি সহজ সুযোগ নষ্ট না করলে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি তাদের, ম্যাচের ১১তম মিনিটেই দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন বার্সার পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি।

প্রথম গোলের ৯ মিনিট পর বালদের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সলোনা। বিরতির আগে ম্যাচের ৪০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে বার্সেলোনার জয় প্রায় নিশ্চিত করে ফেলেন লেভানডফস্কি।

৩-০ গোলে এগিয়ে থেকে প্রধমার্ধের খেলা শেষ করা বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল পায়। ম্যাচের ৫৩ মিনিটে গোল করে বার্সেলোনাকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন কুন্দে।

ম্যাচের ৭৩ মিনিটে এস্পানিওলের জাভি পুয়াডো গোল করে ব্যবধান কমান। এরপর ম্যাচের যোগ করা সময়ে জোসেলু এস্পানিওলের হয়ে আরেকটি গোল করেন। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ শিরোপা জয় নিশ্চিত করলো বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয়।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৫ মে ২০২৩)

এবার মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফর্মে থাকলেও পরে কক্ষচ্যুত হয়ে যায়। সুযোগটা কাজে লাগায় বার্সা। জাভির দূরদর্শী কোচিং আর তরুণ-অভিজ্ঞ খেলোয়াড়দের নজরকাড়া পারফরম্যান্সে এক এক করে এগোতে থাকে। অন্যদিকে খেই হারানোয় বার্সার সঙ্গে দূরত্ব বাড়ে লস ব্লাঙ্কোসদের।

বদলে যাওয়া বার্সার মাস্টারমাইন্ড কোচ জাভির এটা দ্বিতীয় শিরোপা। লা লিগায় এখনও সবচেয়ে বেশিবার শিরোপাজয়ী দল রিয়াল মাদ্রিদ। তারা সব মিলিয়ে ৩৫ বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। যেখানে দুইয়ে থাকা বার্সার শিরোপা ২৭টি।

এম/

 

শিরোপা বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন