বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর... *** দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান *** গাজায় মানবিক সহায়তাকর্মীদের হত্যার নিন্দা জানালেন প্রিন্স উইলিয়াম

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন সায়নী দত্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

রিঙ্গোর ‘ন হন্যতে’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিনয় শুরু করেছিলেন। এখন মুম্বইয়েই কাজ বেশি। এরই মাঝে মনের মানুষ পেয়ে গিয়েছেন অভিনেত্রী সায়নী দত্ত। গত জুন মাসে বাগদান পর্ব সেরেছেন অভিনেত্রী। আগামী ১৬ ডিসেম্বর বিয়ে করছেন তারা। কোন পেশায় আছেন নায়িকার হবু স্বামী তা জানার কৌতূহল অনুরাগীদের।

জানা গেছে, নামি একটি সংস্থার উচ্চপদে কর্মরত রয়েছেন গুরবিন্দরজিৎ। সায়নীর পেশার সঙ্গে গুরবিন্দরের পেশার কোনো যোগাযোগ নেই। দু’জনের পেশা সম্পূর্ণ আলাদা। সায়নী কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন।

আর তার হবু স্বামী থাকেন লন্ডনে। তাদের দু’জনের আলাপ হলো কীভাবে? বিয়েতে কীভাবে সাজবেন? কী কী খাবার থাকছে অভিনেত্রীর বিয়ের মেনুতে? বিয়ের পর কি তবে লন্ডনেই পাকাপাকি সংসার পাতবেন সায়নী? এমন অনেক প্রশ্নই উঠে আসছে।

এ বিষয়ে সায়নী জানান, এক বছর আগে আমাদের সব কিছু ঠিক হয়েছে। আড়াই বছর আগে মুম্বাইয়ের একটি ক্লাবে আমাদের দেখা হয়েছিল। আমরা দু’জনেই সেখানকার সদস্য। সেই সূত্রেই আলাপ। তার পর সেখান থেকে প্রেম। আড়াই বছর প্রেমপর্বের পর সিদ্ধান্ত নিই বিয়ে করব।  

আরো পড়ুন: অনেকেই ভাবে মডেলিং মানেই খারাপ কিছু : লিয়ানা লিয়া

২০১৭ থেকে মুম্বাইয়েই রয়েছেন নায়িকা। কেন তাকে সেভাবে বাংলা ছবিতে দেখা যায় না? সায়নীর জানান, জানি না কেন কলকাতা থেকে আমি তেমন কোনো সুযোগ পেলাম না।

এখানকার পরিচালকরা কীভাবে আমি বেশি পারিশ্রমিক নেব? আমি জানি, প্রতিটি শহরে কাজ করার পারিশ্রমিক ভিন্ন হয়। কলকাতা আমার শহর। হাওড়ায় আমার জন্ম। এখানেই আমার সব কিছু। কিন্তু কলকাতায় তেমন ভাবে কাজ পেলাম কই! 

বিয়ের পর কী কাজের পরিধি আরও কমে যাবে? এ বিষয়ে সায়নী জানিয়েছেন, বিয়ের পর তিনি মূলত লন্ডনেই থাকবেন। তবে ভালো কাজের সুযোগ এলে নিশ্চয়ই করবেন। 

তিনি আরও জানান, বছরে যদি একটা ভালো কাজ করি, তা হলেই হবে। 

এসি/  আই.কে.জে




বিয়ের পিঁড়ি সায়নী দত্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250