বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

শীতে চুলের যত্ন নিতে বাড়িতেই করুন স্পা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শীতের সময় আবহাওয়া খুব শুষ্ক থাকে। সেই সঙ্গে যুক্ত হয় দূষণ। শীতে দূষণের পরিমাণ বাড়তে থাকে। এই সময় চুলে খুশকির সমস্যা হয়, এমনকি ফাঙ্গাল ইনফেকশনেরও সম্ভাবনা থাকে। একদিকে শুষ্ক আবহাওয়া, অন্যদিকে রোদ, সব মিলিয়ে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে পড়ে।

চুলে শ্যাম্পু করে বাড়ি থেকে বেরনোর পর ধুলা, ঘামে চুল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। দিনের পর দিন শুধু শ্যাম্পু করলে চুল আরও বেশি রুক্ষ হয়ে পড়তে পারে। এ কারণে শীতে হেয়ার স্পা করার পরামর্ম দেন রূপ বিশেষজ্ঞরা। এতে চুল ডিপ কন্ডিশনিং হয়, ফলে চুল অনেক বেশি নরম থাকে।

ব্যস্ততা, কখনও আবার খরচের কারণে সব সময় পার্লারে গিয়ে স্পা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বাড়িতে সময় করে করতে পারেন হেয়ার স্পা। মাসে দু’বার করলেই চুলের উজ্জ্বলতা বজায় থাকবে।

আরো পড়ুন : কেমন পুরুষের প্রেমে পড়েন নারীরা!

যেভাবে করবেন হেয়ার স্পা : যেদিন স্পা করবেন তার আগের রাতে চুলে ভালো করে নারকেল তেল গরম করে লাগিয়ে নিন। মেথি, কারিপাতা, জবাফুল দিয়ে তেল ফুটিয়ে ছেঁকে রাখুন। এবার তা ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। পরদিন চুলে এই ক্রিম লাগান। একটা বাটির মধ্যে টকদই, পাতিলেবুর রস, মধু, ডিম আর এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার তা চুলে লাগিয়ে রাখুন ভালো করে ১ ঘন্টা। এরপর স্পা এর স্পেশ্যাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এই দিন কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই। পরের দিন চুল ভিজিয়ে কমন্ডিশনার লাগিয়ে নিন। এতে চুল ঠিক থাকবে।

এস/ আই. কে. জে/ 

স্পা চুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন