শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

সড়কে গণপরিবহন পর্যাপ্ত, নেই কোনো ভোগান্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছে মানুষ। এছাড়া যানবাহনের অভাবে যাত্রীদের ভোগান্তিও চোখে পড়েনি, চলাচল করছে পর্যাপ্ত গণপরিবহন।

তবে ভোর থেকে রাজধানীর বেশিরভাগ সড়কে স্বাভাবিকের চেয়ে যানবাহন কিছুটা কম থাকলেও কোথাও কোথাও ছিল হালকা যানজট। আবার কোথাও বাস থাকলেও ছিল যাত্রীর সংকট।

সোমবার (২৭শে নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান, টিকাটুলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা, শনির আখড়া, কাজলা, রায়েরবাগ, মালিবাগ ও মগবাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর সড়কে চলাচল করতে দেখা গেছে বাস, সিএনজি, প্রাইভেটকার, মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল, পণ্যবাহী গাড়ি ও লেগুনাসহ বিভিন্ন যানবাহন। তুরাগ পরিবহনের বাসচালক বলেন, রাস্তায় গাড়ি আছে কিন্তু যাত্রী কম। কোথাও তেমন যানজট নেই। কম সময়েই গন্তব্যে যেতে পারছি।

আরো পড়ুন: সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

একই পরিবহনের যাত্রী সুভাস করিম বলেন, রাস্তায় গাড়ি পেতে কষ্ট হয় নাই। অবরোধ মনে করে একটু ভয় লাগছে। আশা করছি সময় মতো অফিসে যেতে পারব।

রাজধানীর জিরো পয়েন্ট মোড়ে গাড়ির চাপ দেখো গেছে। যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কর্মীদেরও ছোটাছুটি করতে দেখা গেছে। সিগন্যালে কিছুক্ষণের জন্য গাড়ি আটকে থাকলেও গুরুত্বপূর্ণ এ স্থানটিতে তেমন যানজট ছিল না।

এসি/ আই. কে. জে/


গণপরিবহন ভোগান্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন