ছবি: সংগৃহীত
নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেম ও বিয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন চালু আছে অনেক আগে থেকেই। এবার সেই গুঞ্জনকেই সত্যি বলে উসকে দিল তাদের বেশ কিছু ছবি।
সোশ্যাল মিডিয়ায় এ দুই তারকার বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। ওই ছবিগুলো ছিল গত ১১ মে নির্মাতা রাজীবের জন্মদিনের ছবি।
ওই জন্মদিনে অনেক তারকারই উপস্থিতি লক্ষ্য করা যায়। মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিণ, রেদওয়ান রনি, আশফাক নিপুণ, এলিটা করিম, সাবিলা নূরসহ অনেকেই ছিলেন জন্মদিনের ওই পার্টিতে।
তবে সবাইকে একপাশে রেখে মেহজাবীনের সঙ্গে কেক কাটেন রাজীব। যেন এ অনুষ্ঠানের হোস্ট তারা দুজন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় আরও যে ছবিটি নেটিজেনদের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে সেটি হলো ওই অনুষ্ঠানে তিশা ও ফারুকী দম্পতি আদনানের সঙ্গে মেহজাবীনের একটি স্থিরচিত্র ফ্রেমবন্দি করে উপহার দিয়েছেন।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন ‘নগর বাউল’ জেমস
এই মুহূর্তে এ দুই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। প্রেম ও বিয়ের সম্পর্ককে উসকে দেয়া সে ছবি দেখে নেটিজেনদের মনে এখন একটিই প্রশ্ন, তবে কি সত্যি বিয়ে করেছেন রাজীব ও মেহজাবীন?
এম/
খবরটি শেয়ার করুন