শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

সমুদ্রে দীর্ঘতম যাত্রার রেকর্ড গড়ল ভারতীয় সাবমেরিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

আইএনএস ভাগি- স্কোরপেন

ভারতের স্কোরপেন সাবমেরিন ৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছল অস্ট্রেলিয়ায়। এটি ভারতের দীর্ঘতম যাত্রা বলে জানানো হয়েছে। ‘আইএনএস ভাগি’ জুন মাসে মোতায়েন করার পর ক্রমাগত যাত্রা করেছে। যাত্রাপথে শুধু শ্রীলঙ্কার একটি বন্দরে থেমেছিল স্কোরপেন। 

ভারতের নৌবাহিনী শনিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, সাবমেরিনটি একটি বর্ধিত পরিসরে যাত্রা করার জন্য নামানো হয়েছিল। ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করছিল স্কোরপেন সাবমেরিনটি। তা অস্ট্রেলিয়ার ফ্রেমান্টলে পৌঁছবে ২০ অগাস্ট। সেই মতো ২০ অগাস্ট রবিবার অস্ট্রেলিয়ায় পৌঁছে ’আইএনএস ভাগি’র নামে ভারতের স্কোরপেন সাবমেরিনটি।

এই সাবমেরিনটি ভারতীয় নৌবাহিনীর পঞ্চম কালভারী শ্রেণির সাবমেরিন। এই বছরেরই জানুয়ারিতে ভারতীয় নৌবাহিনী কমিশন করা হয়েছিল। এটি মুম্বাইয়ে অবস্থিত। প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থার সূত্রে জানা গিয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের অংশ হিসেবে শ্রীলঙ্কার একটি বন্দরে তা নোঙ্গর করেছিল। তাছাড়া আর কোনও বন্দরে তা নোঙ্গর করেনি। 

প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থা আরও জানিয়েছে যে, সাবমেরিনটি জুন মাসে তার মিশনে নামার পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার কিলোমিটার বা ৪ হাজার নটিক্যাল মাইলের কিছু বেশি পথ অতিক্রম করেছে। আইএনএস ভাগির গতির উপর নির্ভর করে প্রতি তিন-চারদিন পর পর আবার সমুদ্রের গভীরে ডুবে যাওয়ার আগে কয়েক ঘণ্টার জন্য ব্যাটারি চার্জ করেছে শুধু। অর্থাৎ গভীর সমুদ্র থেকে তা সমুদ্রবক্ষে উঠেছে শুধু ব্যাটারি চার্জ করার জন্য। বাকি সময় জলে ডুব দিয়ে এগিয়ে গিয়েছে নিরন্তর। 

ভারতীয় সাবমেরিন প্রথমবার অস্ট্রেলিয়ার উদ্দেশে বর্ধিত পরিসরের জন্য মোতায়েন করে ভারতের নৌবাহিনী জানান দিল, দীর্ঘ সময়ের জন্য বেস পোর্ট থেকে বহূ দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে তারা তৈরি। ভারতীয় নৌবাহিনী সক্ষমতা ও পেশাদার দক্ষতা প্রদর্শনের জন্যই এই মিশন বলে জানানো হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে। অস্ট্রেলিয়ায় থাকার সময় আইএনএস ভাগির অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি ইউনিটের সঙ্গে একটি মহড়ায় অংশ নেবে। একইসঙ্গে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভারতীয় নৌবাহিনী জাহাজ ও বিমানগুলি ১১ থেকে ২১ অগাস্ট এবং ২২ থেকে ২৪ অগাস্ট মহড়া চলছে এবং চলবে।

এসকে/ 


ভারত সমুদ্রে দীর্ঘতম যাত্রা স্কোরপেন সাবমেরিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250