১০ কোটি মানুষের জন্য চার ধরনের সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে ১৭ আগস্ট। সরকারি চাকরিজীবী ছাড়া ১৮ বছরের বেশি বয়সী যে কেউ চাঁদা দিয়ে পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব অনুযায়ী ২০২০ সালে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ১ কোটি ২০ লাখ এবং ২০৪১ সালে তাঁদের সংখ্যা হবে ৩ কোটি ১০ লাখ। এ বিশাল জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে এবং নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের ৮৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়ার সুযোগ তৈরি করতে দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন ব্যবস্থা (স্কিম) চালু করছে সরকার।
পেনশন ব্যবস্থা পরিচালনা ও বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা অর্থ বিভাগের আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ। পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট চালু হয়েছে বুধবার। এতে বলা হয়েছে, ‘সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন।’ ওয়েবসাইটের ঠিকানায় পেনশন স্কিমগুলো সম্পর্কে প্রাথমিক তথ্য উল্লেখ করা আছে।
পেনশন ব্যবস্থার আওতায় আসতে গেলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে। প্রবাসী বাংলাদেশি যাদের এনআইডি নেই, তারা পাসপোর্টের ভিত্তিতে পারবেন। তবে দ্রুততম সময়ের মধ্যে এনআইডি সংগ্রহ করে পেনশন কর্তৃপক্ষের কাছে তা জমা দিতে হবে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে পেনশন ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে– প্রত্যেক চাঁদাদাতার জন্য একটি আলাদা পেনশন হিসাব থাকবে। চাঁদাদাতা ৬০ বছর বয়স থেকে পেনশন পাওয়া শুরু করবেন। ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে তাঁর নমিনি মূল পেনশনারের বয়স ৭৫ হওয়ার বাকি সময় মাসিক ভিত্তিতে পেনশন পাবেন। ১০ বছর চাঁদা দেওয়ার আগে কেউ মারা গেলে জমা হওয়া অর্থ মুনাফাসহ ফেরত পাবেন নমিনি। পেনশনের অর্থ বিনিয়োগ হিসেবে গণ্য হবে এবং মাসিক পেনশনের অর্থ আয়করমুক্ত থাকবে।
প্রকল্পটি যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। জনগণ যেন এই স্কিমের কার্যক্রমে অংশ নিতে গিয়ে ভোগান্তির শিকার না হয়। প্রকল্পের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীদের খেয়াল রাখতে হবে, যে উদ্দেশ্যে সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে তার শতভাগ সুবিধা যাতে জনগণ পেতে পারে। অর্থ লেনদেনের মধ্যে কোনো ধরনের দুর্নীতি যেন বাসা না বাঁধে। মনে রাখতে হবে, এ কর্মসূচি শুধু আমজনতার জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিতেই নয়, দেশের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে রাষ্ট্র সম্পর্কে এক ধরনের মালিকানাবোধও গড়ে তুলবে।
আই. কে. জে/