রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি! *** মেছো বিড়াল হত্যার অভিযোগে মামলা, গ্রেফতার ২

সর্বোচ্চ পারিশ্রমিকে সালাহকে সৌদি ক্লাবের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

মোহামেদ সালাহ: ফাইল ছবি

একের পর এক তারকা ফুটবলারদের ইউরোপে নিয়ে আসছে সৌদি আরব প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এবার ‘মিশরের মেসি’ খ্যাত লিভারপুলের স্ট্রাইকার মোহামেদ সালাহকে নিয়ে আসতে যাচ্ছে সৌদি ক্লাব আল ইত্তিহাদ। শুধু নিয়ে আসাই নয়, সালাহকে যে পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে, তা রীতিমতো বিস্ময়কর।

আল ইত্তিহাদের প্রস্তাবমতো সালাহকে পারিশ্রমিক দেওয়া হলে, তিনি হয়ে যাবেন বর্তমান সময়ে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার। ট্যাক্সছাড়া সালাহকে প্রতি বছর ১৯১ মিলিয়ন পাউন্ডের (প্রায় ২৪০ মিলিয়ন ডলার, যা প্রায় ২ হাজার ৬২৩ কোটি টাকা) পারিশ্রমিক প্রস্তাব দেওয়া হয়েছে। ৩১ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তিটাও হবে তিন বছরের। 

আল ইত্তিহাদে রয়েছে রিয়াল মাদ্রিদ থেকে আসা করিম বেনজেমা। ফরাসি এই তারকা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পারিশ্রমিকও সালাহর চেয়ে অনেক কম।

আল ইত্তিহাদের প্রস্তাবে রাজি মোহামেদ সালাহ। এ খবর জানিয়েছে বেইন স্পোর্টস। তবে, সালাহ রাজি হলেও লিভারপুল এখনও রাজি নয় বলে জানিয়েছে তারা। 

কারণ, লিভারপুলের মেইন স্ট্রাইকারই হলেন সালাহ। গত ৬টি মৌসুম ক্লাবের সর্বোচ্চ গোলদাতা তিনি। এমন এক ফুটবলারকে হারিয়ে নিজেরা পথে বসতে চাইবে না লিভারপুল। তবে যে টাকার প্রস্তাব তুলে ধরা হয়েছে, তাতে শেষ পর্যন্ত সালাহকে হয়তো লিভারপুলও ধরে রাখতে পারবে না।

লিভারপুলে প্রতি সপ্তাহে প্রায় ৪ কোটি টাকার উপরে পান সালাহ। সৌদির ক্লাবটি সালাহকে সপ্তাহে দিতে চায় ৩.৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫১ কোটি টাকা)

রোনালদো এ বছরের শুরুতে আল নাসরে যোগ দেন। তার সঙ্গে বছরে প্রায় ২১০০ কোটি টাকার চুক্তি করে সৌদির ক্লাবটি। সালাহকে দেওয়া হবে এর চেয়েও অনেক বেশি টাকা।

গত ছয় মৌসুমে লিভারপুলের হয়ে ১৮৭টি গোল করেন সালাহ। লিভাপুলের হয়ে সর্বোচ্চ গোলের পাঁচ নম্বরে রয়েছেন তিনি। টপকে যান স্টিভেন জেরার্ডকে। সালাহ লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ইংলিশ ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ নম্বরে শেষ করেছিল তারা।

এসকে/

সৌদি ক্লাব আল ইত্তিহাদ বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন