রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

সিনেমায় নাম লেখালেন সেই ভাইরাল নন্দিনী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

হোটেল চালিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন নন্দিনী দিদি। এবার হোটেলের কাজ ছেড়ে সিনেমায় নাম লেখাতে চলেছেন তিনি। 

নন্দিনীর অভিষেক ছবির নাম ‘তিন সত্যি’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়। ইতোমধ্যেই নাকি শুরু হয়ে গেছে ছবির শ্যুটিং।

নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের ‘তিন সত্যি’র সেটে প্রথম দিনে।’

এ ছাড়াও লাইভে যখন কথা বললেন তখন আলাদাই উচ্ছ্বাস দেখা গেল তার চোখে মুখে। ভক্তদের বললেন, ‘তোমাদের দিদি এখন সিনেমার নায়িকা।’

এ দিন ছবির লুকেই ধরা দিলেন ভাইরাল দিদি নন্দিনী। সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন রাজ সাহা।

ছবিতে নন্দিনীর চরিত্রের নাম নিলাক্ষী। গল্প অনুযায়ী সে একজন লেখিকা। মূলত থ্রিলারধর্মী গল্প হতে চলেছে এটি।

চরিত্রটাকে আত্মস্থ করার জন্য নন্দিনীও মরিয়া চেষ্টা করে চলেছেন। তাই তো পরিচালকও তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘নন্দিনী বেশ সুন্দর করে চরিত্রটাকে আত্মস্থ করেছে। আমাকে চরিত্রটা নিয়ে অনেক প্রশ্ন করেছে ও, যাতে ভালো করে বুঝতে পারে।’

নন্দিনীর জীবনের কথা বললে, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। এরপর ব্যাঙ্গালোরে চাকরিও করেছেন কিছুদিন। তবে করোনাকালে পরিবারের অবস্থা এতটাই খারাপ পর্যায়ে ছিল যে, বাড়ি ফিরে আসতে বাধ্য হন। কলকাতায় ফিরে বাবার হোটেলের হাল ধরেন। রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন, ক্যাশবাক্সের হিসাব রাখা— সবটাই একা হাতে করেন তিনি। আর এখন তো পৌঁছে গেলেন সিনেমার পর্দাতেও।

ওআ/

ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250