সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ার আরব লীগে ফেরা, বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক দশকেরও বেশি সময় ধরে চলা স্থগিতাদেশের অবসান ঘটিয়ে আরব লীগে ফিরেছে সিরিয়া। এক দশক আগে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের কারণে আরব লীগ থেকে দেশটিকে বহিষ্কার করা হয়। আরব লীগের এই উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব। আরব বিশ্বের পাশাপাশি চীন, রাশিয়া যেমন একে স্বাগত জানিয়েছে তেমনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর তীব্র সমালোচনা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সরকার বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগে ২০১১ সালে সিরিয়াকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ এক যুগ। সর্বশেষ গত রোববার (৭ মে) আবারও আরব লীগে ফিরেছে সিরিয়া। চলতি মাসের শেষের দিকে সৌদি আরবে জোটটির সম্মেলনের আগে নতুন করে সিরিয়ার ফেরা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

দীর্ঘ এক যুগ পর আরব লিগে সিরিয়াকে ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া ও চীন। আরব বিশ্বের ঐক্যকে বেইজিং সবসময় সমর্থন করে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৮ মে) নিয়মিত সংবাদ সম্মেলনে সিরিয়াকে অভিনন্দন জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেইজিং আরব বিশ্বের একতাকে সমর্থন করে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।

অন্যদিকে, এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সিরিয়া আরব লীগে ফিরে যাওয়ার যোগ্য নয় বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আর নতুন করে সদস্য হলেও আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে জানিয়েছে যুক্তরাজ্য।

আরো পড়ুন:সিরিয়াকে আরব লীগে ফিরে আসার অনুমতি

আরব লীগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ সিরীয়রাও। তারা মনে করছেন, অন্য দেশগুলোর সঙ্গে আবারও একটি ভালো সম্পর্ক গড়ে উঠবে।

২০১১ সালে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধের জেরে সিরিয়ার আরব লীগের সদস্যপদ স্থগিত করা হয়। সেই থেকে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। আর শরণার্থীতে পরিণত হয়েছেন এক কোটিরও বেশি মানুষ।

এম/


 

সিরিয়া আরব লীগ প্রতিক্রিয়া

খবরটি শেয়ার করুন