ফাইল ছবি (সংগৃহীত)
আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডে ম্যাচ খেলতে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। বাংলাদেশের জন্য এ সিরিজটি অতি গুরুত্বপূর্ণ না হলেও আইরিশদের জন্য বাঁচা-মরার লড়াই। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে আগামী জুনে জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে।
এদিকে ইংল্যান্ডে যাওয়ার আগেই সিলেটে তিন দিনের ক্যাম্প করে অনুশীলন করবে তামিম বাহিনী। কেননা কিছুদিন আগে আইরিশরা যখন বাংলাদেশ সফরে এসেছিল সেসময় ওয়ানডে সিরিজে তাদের বিপক্ষে সিলেটেই টাইগাররা রানের বন্যায় ভাসিয়েছিল সফরকারীদের। তাই ইংল্যান্ডের উইকেটে টাইগারদের ভারসাম্য ঠিক রাখতেই সিলেটে সংক্ষিপ্ত ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছেন কোচ। সে উদ্দেশ্যেই আজ সন্ধ্যায় সিলেটের জন্য রওনা হবে টাইগাররা। তবে এ অনুশীলনে থাকবে না ওপেনার লিটন কুমার দাস এবং পেস বোলার মুস্তাফিজুর রহমান। কারণ তারা বর্তমানে ভারতে চলমান আইপিএল খেলছে। এছাড়া ক্যাম্পে থাকবে না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও, তিনি আগে থেকেই ক্যাম্প না করার জন্য ছুটি নিয়েছেন। জানা গেছে দল যখন সিলেটে ক্যাম্প করবে সেসময় সাকিব থাকবেন যুক্তরাষ্ট্রে।
সাকিব আল হাসান এবার স্ত্রী-সন্তানদের ছাড়া ঈদ করেছেন দেশে। জন্মভূমি মাগুরায় বাবা-মায়ের সঙ্গে এবার বিশেষ এ দিন কাটিয়েছেন তিনি। তবে ঈদের পরদিনই গভীর রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে থেকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। আয়ারল্যান্ড সিরিজের আগে তিনি সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৪ মে। তার আগে ৫ মে বাংলাদেশ দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। এর আগেই দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়ে যোগ দেবেন সাকিব।
অন্যদিকে কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই ইংল্যান্ডে যাওয়ার আগে সিলেটে ক্যাম্প করতে যাচ্ছে টাইগাররা। সেখানে ক্রিকেটারদের পুরোপুরি মাঠে মনোযোগী রাখতেই টিম ম্যানেজমেন্টের কাছে ক্লোজডোরে ক্যাম্প চেয়েছেন তিনি। এছাড়া ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টানা ব্যস্ত সূচি কাটিয়ে ছুটিতে গিয়েছিলো হাথুরু। তবে বাংলাদেশের ক্যাম্পের আগেই তিনি দেশে ফিরে এসেছেন। গত ২৩ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফিরেছেন এসেছেন হাথুরু। এছাড়া আজ টাইগাররা সিলেট গিয়ে পরদিন থেকেই নেমে পড়বে টানা অনুশীলনে। ২৯ এপ্রিল অনুশীলন পর্ব চুকিয়ে সন্ধ্যার ফ্লাইটে আবার ঢাকায় ফিরবে দল। এক দিন বিশ্রাম নিয়েই ১ মে আবার ছুটতে হবে ইংল্যান্ডে।
এর আগে সিলেটে টাইগারদের ক্যাম্প করার বিষয়ে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, ‘সিলেটে একটি সংক্ষিপ্ত ক্যাম্প করব আমরা। সফরের আগে সম্ভবত দুই বা তিন দিনের অনুশীলন সেশন হবে। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে সিরিজ খেলব চেমসফোর্ডের উইকেট ও কন্ডিশন বিবেচনা করে সিলেটকে অনুশীলন মাঠ হিসেবে বেছে নিয়েছেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটে অনুশীলন সুবিধা এবং উইকেট সত্যিই ভালো ছিল।’
এক নজরে আইরিশদের বিপক্ষে টাইগার স্কোয়াড
তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
এম/ আই. কে. জে/
আরো পড়ুন:
খবরটি শেয়ার করুন