মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ

ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ১০৪, সিলেটে ৭৯

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ফাইল ছবি

এ বছরের ঢাকা ও সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১০৪ জন পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছে ৩৬২ জন। 

অন্যদিকে সিলেট বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৪৭২ শিক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৭৯ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন। 

সোমবার (২৮ আগস্ট) দুপুরে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা ও সিলেট শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের মোট ৩ হাজার ৮৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তবে ফেল করা কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এ শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ পরীক্ষার্থী ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল।

এদিকে সিলেট শিক্ষা বোর্ডে ৩৮১ জনের জিপিএ পরিবর্তন হয়েছে এবং জিপিএ-৫ অপরিবর্তিত রয়েছে ৭২ জনের। তবে ১৯ অকৃতকার্য শিক্ষার্থীর ফল অপরিবর্তিত রয়েছে। 

সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, চলতি বছর ১৪ হাজার ২০ জন শিক্ষার্থী ফল পুনঃমূল্যায়নের আবেদন করেন। এর মধ্যে ৪৭২ জনের ফল পরিবর্তন হয়। জিপিএ-৫ পেয়েছেন আরও ৪৯ জন, অকৃতকার্য থেকে পাস করেছেন ৭৯ জন ও ১৯ অকৃতকার্য শিক্ষার্থীর ফল অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া ৩৮১ জনের জিপিএ পরিবর্তন হয়েছে এবং জিপিএ-৫ অপরিবর্তিত রয়েছে ৭২ জনের।

গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এ বছর এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮১ শতাংশ। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৩৩ হাজার ৯১৯। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২০ শিক্ষার্থী (পুনঃনিরীক্ষণের আগপর্যন্ত)।

এসকে/ 

এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ফেল থেকে পাস সিলেট শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250