শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে উত্তেজনার ব্যারোমিটারে পারদের উচ্চতা আজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। আবার নেমে যেতে পারে একবারে তলানিতে। সবকিছু নির্ভর করছে প্রথম সেমিফাইনাল ম্যাচের ওপর। যে ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও বিশ্বকাপের বর্তমান রানার্স আপ দল নিউজিল্যান্ড। আজ দুপুর আড়াইটায় ওয়াংখেড় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ম্যাচ জিতলেই ২০১১ সালের পর ভারতের এটা হবে প্রথম ফাইনাল। আর নিউজিল্যান্ড জিতলে টানা তৃতীয় ফাইনাল। চার বছর আগে বিশ্বকাপের এক সেমিফাইনালে এই ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনালে খেলেছিল। এবারের বিশ্বকাপেও দল দুটো মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে অবশ্য শেষ হাসি হেসেছিল স্বাগতিক ভারত।

আজ বুধবার (১৫ নভেম্বর) উভয় দলের জন্য প্রতিশোধের ম্যাচ। আগের বিশ্বকাপে সেমিফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার জন্য উম্মুখ হয়ে আছে স্বাগতিক ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড উম্মুখ হয়ে আছে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিতে।

ওয়াংখেড় স্টেডিয়াম ভারতের জন্য এক সুখস্মৃতির নাম। ২০১১ সালে এই স্টেডিয়ামে মাহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছিল। তৃতীয়বার বিশ্বকাপ জয়ের পথে প্রথম ধাপে আজ সেই ওয়াংখেড়ে নামছে ভারত।

রাউন্ড রবিন পর্বে খেলা ৯ ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স করেছে ভারত। আপাত দৃষ্টিতে তাদের কোনো দুর্বলতাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাটিং-শক্তি আগে থেকেই ছিল রোহিত শর্মাদের, আসর শুরু হতে তাদের আরও ধারাবাহিক হয়ে উঠতে দেখা গেছে। একইসঙ্গে ভারতীয় বোলিং লাইনআপও এবার রীতিমতো বিধ্বংসী। জাসপ্রিত বুমরাহ’র সঙ্গে টুর্নামেন্টের শুরু থেকে ছিলেন মোহাম্মদ সিরাজ। কয়েক ম্যাচ পর দলে যুক্ত হয়ে মোহাম্মদ শামিও যেন আরও আক্রমণাত্মক। তুলনামূলক কম সুযোগ পেয়েও উইকেটশিকারে প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছেন। সবমিলিয়ে ভারতের একাদশে তেমন কোনো পরিবর্তনের দরকার নেই। যেকোনো উইকেটেও রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবরা কী ঘটাতে পারেন– সেটি আগের ম্যাচগুলোতেই তারা জানান দিয়ে রেখেছেন।

অন্যদিকে, শুরু থেকেই ইনজুরিতে জর্জরিত নিউজিল্যান্ড মাঠের পারফরম্যান্সে খুব একটা প্রভাব পড়তে দেয়নি। যদিও তাদের ব্যাক-আপ ক্রিকেটারের সংখ্যা বেশ কমিয়ে দিয়েছে চোটের থাবা। টুর্নামেন্টের মাঝপথে ইনজুরি থেকে ফিরেছেন কিউইদের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে লকি ফার্গুসনের গোড়ালির চোট ভাবাচ্ছে কিউই শিবিরকে। তার চোট নিয়ে কিউই কোচ গ্যারি স্টিড বলেছেন, এই ফাস্ট বোলার সেমিফাইনালে খেলার মতো ফিট আছেন। পরে উইলিয়ামসনও জানিয়েছেন যে স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটারই বর্তমানে মাঠে নামার মতো যথেষ্ট সক্ষম। 

এর আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে দল থেকে ছিটকে গিয়েছিলেন নিউজিল্যান্ডে ম্যাট হেনরি। তার পরিবর্তে দলে নেওয়া হয় কাইল জেমিসনকে। যদিও এখনও তার মাঠে নামা হয়নি। অন্যদিকে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ছিটকে যান চোটের কারণে। তার জায়গায় দলে যুক্ত হওয়া প্রসিধ কৃষ্ণারও সুযোগ মেলেনি একাদশে। শামি-বুমরাহরা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার মুখোমুখি না হলে, তরুণ এই পেসারের একাদশে যুক্ত হওয়ার সম্ভাবনা কমই বলা চলে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। 

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুনসন।

এসকে/ 


নিউজিল্যান্ড ভারত সেমিফাইনাল

খবরটি শেয়ার করুন