শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান *** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য: প্রধান উপদেষ্টা *** শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর *** আমেরিকার সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন: জ্বালানি উপদেষ্টা

সৌদির সঙ্গে বিশেষ চুক্তি বাংলাদেশের, যেসব সুবিধা পাবেন হজ পালনকারীরা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সৌদি আরব সরকারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে।

সোমবার (৮ই জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় সৌদির জেদ্দায় এক বৈঠকে এই চুক্তি হয়। সেই অনুযায়ী, চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।

বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম, পরিচালক (হজ অফিস) সাইফুল ইসলাম, কাউন্সেলর (হজ) জেদ্দা জহিরুল ইসলাম, কনসাল (হজ) জেদ্দা আসলাম উদ্দিন প্রমুখ। 

বৈঠকে সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থে এবং বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এজেন্সির সংখ্যা না কমিয়ে অন্যান্য বছরের মতো সব রেখে কার্যক্রম পরিচালনার জন্য সৌদি উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহকে জোরালো অনুরোধ করেন হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন। 

এজেন্সির সংখ্যা আগের মতো রাখা হলে হজযাত্রীদের সেবাদানে সুবিধা হবে। বাংলাদেশি বয়োবৃদ্ধসহ সব হজযাত্রীর কল্যাণের কথা চিন্তা করে বিষয়টির পক্ষে বিস্তারিত যুক্তি তুলে ধরে পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন। বিষয়টি বিবেচনার আশ্বাস দেন ড. আব্দুল ফাত্তাহ।

এছাড়া হজযাত্রীদের লাগেজ পরিবহন ও ব্যবস্হাপনার উন্নয়ন, মিনা আরাফায় তাঁবুর উন্নতি এবং হজের ১০ দিন আগে এজেন্সিকে তা বুঝিয়ে দেয়ার ব্যাপারে অনুরোধ করেন হাব সভাপতি। এক্ষেত্রেও সহায়তার আশ্বাস দেন সৌদি উপমন্ত্রী। 

সভায় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার হজ ব্যবস্হাপনার বিভিন্ন বিষয় এবং হজযাত্রীদের সুযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাতে ইতিবাচক সাড়া পাওয়া যায়।

ওআ/

হজ সৌদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন