শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জুলাই যোদ্ধাদের’ দাবি মেনে সনদের অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনল কমিশন *** ডাকসু–জাকসু–চাকসুর পর রাকসুতেও শিবিরের জয় *** রাকসুতে ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের জয় *** দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’ *** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা

স্তন বাড়ছে পুরুষেরও? রয়েছে ৫ রোগের ঝুঁকি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

শুধু নারীদেরই নয়, পুরুষদেরও স্তনবৃদ্ধি হতে পারে। কিন্তু এর ফলে কোনও বিপদ ঘনিয়ে আসছে না তো? জেনে নিন বিস্তারিত।

পুরুষদের সাধারণত বড় স্তন থাকে না। বুকের সঙ্গে ত্বক আঁটোসাঁটো হয়ে থাকে। কিন্তু তার পরও কারও কারও বুকে বেশ কিছুটা মেদ জমে। শুধু কি মোটা হচ্ছেন বলেই বুকে মেদ জমছে? আদতে তা নয়। শরীরের ভিতরে কিছু রোগ বাসা বাঁধলেও এমন সমস্যা দেখা দিতে পারে। 

ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক পঙ্কজ পাতিলের পরামর্শ মতে, হরমোনের ভারসাম্য শরীরে ঠিক না থাকলে বুকের কাছে থাকা কলাকোষের আকার বাড়তে থাকে। শরীরে টেস্টোস্টেরন কমে গেলে বা ইস্ট্রোজেন বেড়ে গেলে এই সমস্যা দেখা দেয়।  

অনেক সময় ওজন বেড়ে যাওয়া ছাড়াও কিডনির সমস্যা এর জন্য দায়ী। কিডনি ঠিকমতো কাজ না করলে বুকের স্তনবৃন্তের চারপাশে মেদ জমতে থাকে। কলাকোষের আকার বাড়তে শুরু করে।

এর পাশাপাশি লিভারের সমস্যা থেকেও স্তনের আকার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখা গিয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সের পুরুষরাই এই সমস্যায় বেশি ভোগেন। বর্তমানে ৭০ শতাংশ পুরুষদেরই এই সমস্যা রয়েছে। 

স্তনের আকার বাড়লে কী কী সমস্যা হতে পারে? চিকিৎসক পঙ্কজ পাতিলের মতে, নিজের উপর বিশ্বাস কমে যাওয়া থেকে মনখারাপের হার বেড়ে যেতে পারে। এমনকী মানসিক চাপও অনেকটা বেড়ে যায় বলে জানাচ্ছেন চিকিৎসক। 

এসকে/


বুকের স্তন রোগের ঝুঁকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250