রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আধুনিক ডিজাইনের পুলিশ বক্স চালু হচ্ছে ঢাকায় *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার দাবি টিআইবির *** জীবনের ‘শেষ নির্বাচন’ উল্লেখ করে যে বার্তা মির্জা ফখরুলের *** চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন *** পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা *** পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’ *** নতুন বেতনকাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা *** ‘পুতুলনাচের ইতিকথা’ *** ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে *** রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ১৩ই নভেম্বর থেকে

স্বাধীন প্যালেস্টাইনি রাষ্ট্র গঠনের পরিকল্পনা আরব নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইসরায়েলের বর্বর হামলা বন্ধ ও নিপীড়িত প্যালেস্টাইনিদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছেন আরব বিশ্বের নেতারা। এ ব্যাপারে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সরকারের সঙ্গে পরামর্শ করেছেন তারা। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।  

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্যালেস্টাইন  ইস্যু নিয়ে একটি স্থায়ী শান্তি সমাধানের পথ খুঁজছেন তারা। যার অর্থ  স্বাধীন প্যালেস্টাইনি রাষ্ট্র গঠনের ব্যাপারে তারা ভাবছেন।  পরিকল্পনায় রয়েছে, প্যালেস্টাইনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের জন্য দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনেতিক সম্পর্ক গড়া হবে।

আরো পড়ুন: সারাবিশ্বে কমেছে ধূমপায়ীর সংখ্যা, বলছে ডব্লিউএইচও

এই পরিকল্পনায় প্রস্তাব রাখা হয়েছে, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়বে এবং প্যালেস্টাইনকে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ দেওয়া হবে। আরব রাষ্ট্রগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিকভাবে এই প্রস্তাব উত্থাপন করবে।

ওই কর্মকর্তা বলেছেন, ‘সত্যিকারের ইস্যু হলো আপনার প্যালেস্টাইনিদের জন্য আশা প্রয়োজন। এটি শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা এবং দখলদারিত্বের চিহ্ন অপসারণ নয়। ইসরায়েলের বর্তমান রাজনৈতিক অবস্থা বিবেচনা করে, স্বাভাবিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে হয়ত তাদের পথে আনা যাবে।’

তবে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ প্রস্তাবের ‘প্রতিবন্ধক’ হয়ে দাঁড়াতে পারেন। কারণ সম্প্রতি তিনি বলেছেন, স্বাধীন  প্যালেস্টাইনি  রাষ্ট্র গঠনে যে আন্তর্জাতিক চাপ রয়েছে— সেটির কাছে নতি স্বীকার না করে তিনি ‘গৌরব’ বোধ করছেন।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

এইচআ/ আই.কে.জে


প্যালেস্টাইনি রাষ্ট্র আরব নেতৃবৃন্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250