শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

হাওরে বন্যার শঙ্কায় ধান কাটতে মাইকিং

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

হাওরে আগাম বন্যা হওয়ার শঙ্কায় নেত্রকোনার খালিয়াজুরীর চাষিদের বোরো ধান কাটার পরামর্শ দিয়ে মাইকিং করেছে স্থানীয় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

আবহাওয়া বিভাগের বরাত দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে তিনদিন ধরে মাইকিং করা হচ্ছে। এতে বলা হচ্ছে, আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা ১১ দিন ভারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তাছাড়া এসময়ে আমাদের দেশেও কালবৈশাখি ঝড় ও শীলা বৃষ্টিসহ ভারী বৃষ্টি হতে পারে।

মাইকিং-এ আরও জানানো হচ্ছে, ওই বৃষ্টির পানিতে খালিয়াজুরী উপজেলাসহ হওরাঞ্চলীয় হাওরসমূহে আগাম বন্যা হওয়ার সম্ভবনা রয়েছে। তাই হাওর পাড়ের জমির ধান শতকরা ৮০ ভাগ পাকলেই যেনো দ্রুত কেটে ফেলা হয়।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, খালিয়াজুরীর হাওরে ১৮ হাজার ৯১০ হেক্টর জমিতে এবার বোরো আবাদ হয়েছে। এ আবাদের শতকরা ৫৫ ভাগ জমির ধান ইতিমধ্যে কাটাও হয়েছে। ৩০ ভাগ জমির ধান জমিতেই রয়েছে পাকা অবস্থায়। আর ১৫ ভাগ জমির ধান রয়েছে কাচা। আগামী ২৩ এপ্রিলের মধ্যে কোনো জটিলতা কিংবা অবহেলার কারণে জমির ধান কাটা না হলে আগাম বন্যায় এখানে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ধান কাটা নিশ্চিত করার মাধ্যমে ফসলের ক্ষতি কমিয়ে আনতে কৃষি বিভাগ অধিকতর তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এম/

হাওর বন্যা ধান মাইকিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250