সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হানিফ ফ্লাইওভারের নিচে সৌন্দর্যবর্ধন করা হবে

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের অবৈধ দখল উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (৮ নভেম্বর) ফ্লাইওভারের নিচের অংশ পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, কাজটি করার জন্য পুরো অংশটিকে ৮ ভাগে ভাগ করা হয়েছে। ইতোমধ্যেই পরামর্শক নিয়োগ করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, কোথায় কি দরকার সেটি মাথায় নিয়ে কাজ করা হবে। এরইমধ্যে চানখারপুল অংশের নকশা শেষ হয়েছে।

আরো পড়ুন: ছাত্রছাত্রী-চাকরিজীবীদের জন্য চালু হচ্ছে মেট্রোরেলের বিশেষ সার্ভিস

যানযট কমাতে সায়েদাবাদ টার্মিনালকে বর্ধিত করা হবে জানিয়ে তাপস জানান, সড়কে কাউন্টার রাখা হবে না। কাচপুরের টার্মিনাল নির্মাণের কাজ জানুয়ারিতে শেষ হবে বলেও জানান মেয়র। 

এসি/ আই.কে.জে


মেয়র তাপস হানিফ ফ্লাইওভার

খবরটি শেয়ার করুন